25 C
Dhaka
Friday, November 22, 2024

জামালপুরে চতুর্থ ধাপের ইউপি নির্বাচন

চাকুরির খবর

জামালপুর প্রতিনিধি: জামালপুরের তিন উপজেলায় ১৬টি ইউনিয়নে সকাল হতে চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহন শুরু হয়।

রবিবার (২৬ ডিসেম্বর) সকাল থেকে কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই, শান্তিপূর্ণভাবে চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদের নির্বাচন শুরু হয়। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে চলে ভোট গ্রহন।

এবার মোট তিনটি উপজেলার ১৬টি ইউনিয়নে ৪ লাখ ৪ হাজার ৬ শ ২৭ জন ভোটার।

এরমধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪ হাজার ৪৩৮ জন ও মহিলা ভোটার ২ লাখ ১৪৯ জন। মোট ১৮৩ টি ভোট কেন্দ্রে ১০৬৭ টি বুথে ভোট প্রদানের মাধ্যমে তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করবে।

জামালপুরের সরিষাবাড়ী, বকশীগঞ্জ ও মাদারগঞ্জ উপজেলার ১৬টি ইউনিয়নে মধ্যে ৪টি ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় বাকি ১২টি ইউনিয়নে ৫১ জন চেয়ারম্যান পদে, ১৬টি ইউনিয়নে ৫৯১ জন সাধারন মেম্বার পদে এবং ১৯৭ জন সংরক্ষিত নারী মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর