উচ্চতর ডিগ্রি নিয়ে এক যুগেরও বেশি সময় ধরে মেডিক্যাল অফিসার পদে দায়িত্ব পালন করছেন চিকিৎসকরা। এতে একদিকে চিকিৎসকদের মধ্যে হতাশা বিরাজ করছে। অন্যদিকে রোগীরা সুচিকিৎসা এবং মেডিক্যাল শিক্ষার্থীরা সুশিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন।
চিকিৎসকদের পদোন্নতি ২০ ভাগ পিএসপির মাধ্যমে এবং ৮০ ভাগ ডিপিসি’র মাধ্যমে হয়ে আসছে। প্রায় ৫ বছর ধরে চিকিৎসকদের ডিপিসি বন্ধ রয়েছে। এখন সিনিয়র স্কেল পরীক্ষায় পাস করার পর পদোন্নতি পেতে হয়। একজন চিকিৎসক সারাদিন রোগীদের চিকিৎসা সেবা দেওয়ার পর পড়ালেখা করার সুযোগ খুব কমই পান।
আর সিনিয়র স্কেল পরীক্ষা নিয়ে চিকিৎসকদের মধ্যে দ্বিমত রয়েছে। সব মিলিয়ে চিকিৎসকদের পদোন্নতিতে চরম অবস্থাপনা বিরাজ করছে। একই বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ একই ক্যাডার পদোন্নতি পান একসঙ্গে। অথচ স্বাস্থ্য ক্যাডারের ক্ষেত্রে এটি অনুপস্থিত। এটি আন্তঃক্যাডার বৈষম্য ছাড়া আর কিছুই নয় বলে মনে করছেন চিকিৎসকরা।