22 C
Dhaka
Saturday, November 23, 2024

বঙ্গবন্ধুর দুই কন্যার স্বজনদের কবরে শ্রদ্ধা

চাকুরির খবর

বিডিনিউজ ডেস্ক: বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা ‘৭৫-এর ১৫ আগস্টের কালরাতে শহিদ জাতির পিতার পরিবারের সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।

শুক্রবার (১৭ ডিসেম্বর) সকালে তারা রাজধানীর বনানী কবরস্থানে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় শহিদদের বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া পাঠ ও মোনাজাত করেন দুই বোন।

১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে ঘাতকদের হাতে নিহত হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দেশের বাইরে থাকায় সৌভাগ্যক্রমে প্রাণে বেঁচে যান শেখ হাসিনা ও শেখ রেহানা।

১৫ আগস্ট নিহতদের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাড়া বাকি সবার মরদেহ বনানী কবরস্থানে দাফন করা হয়। বঙ্গবন্ধুকে দাফন করা হয় গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায়।

বনানী কবরস্থানে ১৫ আগস্ট নিহতদের সারিবদ্ধ কবরের মধ্যে প্রথমটি শেখ ফজিলাতুন্নেছা মুজিবের, দ্বিতীয়টি শেখ নাসেরের, এরপর শেখ কামাল, সুলতানা কামাল, শেখ জামাল, রোজী জামাল, শেখ রাসেল, ১৩ নম্বরটি শেখ মণির, ১৪ নম্বরটি আরজু মণির, ১৭ নম্বরটি সেরনিয়াবাতের।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর