23 C
Dhaka
Friday, November 22, 2024

আগামী বছরে বন্ধ হয়ে যাচ্ছে অ্যালেক্সাডটকম

চাকুরির খবর

বিডিনিউজ ডেস্ক: আগামী বছরের ১ মে থেকে বন্ধ হয়ে যাচ্ছে ওয়েব ট্রাফিক তথ্য সরবরাহকারী ওয়েবসাইট অ্যালেক্সাডটকম।

ওয়েবসাইট অ্যানালাইসিসের উদ্যোগ নিয়ে ১৯৯৬ সালে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি দীর্ঘ ২৫ বছর ধরে বিভিন্ন ওয়েবসাইটের তথ্য বিশ্বস্ততা এবং সুনামের সঙ্গে বিশ্লেষণ করে আসছে। ১৯৯৯ সালে অ্যামাজন একে অধিগ্রহণ করে। অ্যালেক্সার ব্লগ পোস্ট থেকে এ তথ্য জানা গেছে।

অ্যালেক্সার ওয়েবসাইটে প্রবেশ করলে দেখা যায়- তারা সাইটটি বন্ধের একটি ঘোষণা দিয়েছে। ঘোষণা অনুযায়ী, ২০২২ সালের ১ মে থেকে এটি বন্ধ হয়ে যাবে। সেখানে আরো বলা হয়, ডিসেম্বরের ৮ তারিখের পর থেকে নতুন করে অ্যালেক্সার সাবস্ক্রিপশন নেয়া যাবে না।

তবে যাদের ইতোমধ্যে সাবস্ক্রিপশন নেয়া আছে তারা ১ মে ২০২২ পর্যন্ত অ্যালেক্সার সুবিধাটি নিতে পারবেন। যেহেতু অ্যালেক্সার কাস্টমার বিলিং তারিখ ১ এপ্রিল, তাই যাদের সাবস্ক্রিপশন নেয়া আছে তাদের কিছু বিল পরিশোধ করতে হবে।

এছাড়া, ব্যবহারকারীরা চাইলে এই সময়ের মধ্যে তাদের তথ্য অ্যালেক্সার সাইট থেকে ডাউনলোড করে নিতে পারবে। বিভিন্ন উপায়ে এ ডাউনলোডের সুযোগ রয়েছে। এ বিষয়ে বিস্তারিত অ্যালেক্সার সাইটে দেয়া আছে।

আবার ব্যবহারকারীরা চাইলে এর মধ্যে যেকোনো সময় তাদের অ্যাকাউন্টটি ডিলিটও করে দিতে পারবে।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর