লক্ষ্মীপুর প্রতিনিধি: ০৯ ডিসেম্বর (বুধবার) আর্ন্তজাতিক দূর্নীতি বিরোধী দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকালে জেলা প্রশাসন ও জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে শহরের ঝুমুর সিনেমা হল এলাকা থেকে র্যালি শুরু হয়ে গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নুরই আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার পলাস চন্দ্র নাথ, দূর্নীতি দমন কমিশন (দুদক) নোয়াখালী কার্যালয়ের উপসহকারী পরিচালক আরিফ আহমেদ, জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই জেলা শাখা উপপরিচালক মো: বশির আহমেদ, জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এম ছাবির আহমদ, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল মতিন, জেলা সমাজ সেবা উপ-পরিচালক নুরুল ইসলাম পাটওয়ারী, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. জাকির হোসেন প্রমুখ।
এসময় জেলা বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, ও জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।