লক্ষ্মীপুর প্রতিনিধি: নারী নির্যাতন বন্ধ করি, কমলা রঙের বিশ^ গড়ি এমন প্রতিপাদ্য কে সঙ্গে নিয়ে ০৯ ডিসেম্বর (বুধবার) জয়ীতা অন্বেষনে বাংলাদেশ বেগম রোকেয়া দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে ১০ জন নারীকে সম্মাননা প্রদান করা হয়েছে।
সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা পর্যায়ে ৫ জন ও উপজেলা পর্যায়ে ৫ জনকে এই সম্মাননা প্রদান করা হয়।
জেলা মহিলা অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোছাইন আকন্দ।
অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ নুরই আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাজিয়া পারভীন, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষাও আইসিটি মেহের নিগার, জেলা সমাজসেবা উপপরিচালক নুরুল ইসলাম পাটওয়ারী, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর উপপরিচালক সুলতানা জোবেদা খানম প্রমুখ।
আলোচনা সভা শেষে শিক্ষা চাকরি সফলতা, সফল জননী, অর্থনৈতিকভাবে সফলতা, সমাজ উন্নয়নে অবদান, নির্যাতনের বিভীষিকা মুছে নতুন জীবন সফলতাসহ ৫ টি ইভেন্টে উপজেলা পর্যায়ে ৫ জন এবং জেলা পর্যায়ে ৫ জনসহ মোট ১০ জনকে সম্মাননা হিসেবে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করেন অতিথিবৃন্দ।
এসময় বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তরেরর কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।