বাংলাদেশ-ভারত মৈত্রী দিবস, ৬ ডিসেম্বর। ১৯৭১ সালের এই দিনে বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছিল ভারত। বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকৃতি দেয় ভারত।
দিনটিকে বাংলাদেশ ও ভারত ঐতিহাসিক মৈত্রী দিবস হিসেবে উদযাপন করছে। প্রতিবছর নানা আয়োজনে উভয় দেশ দিবসটিকে উদযাপন করে। এদিকে মৈত্রী দিবস উপলক্ষে টুইটারে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
টুইটে তিনি লিখেছেন, আজ ভারত ও বাংলাদেশ মৈত্রী দিবস পালন করছে। আমরা যৌথভাবে আমাদের ৫০ বছরের বন্ধুত্বকে স্মরণ এবং উদযাপন করছি।
আমাদের সম্পর্ককে আরও প্রসারিত ও গভীর করতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার জন্য আমি উন্মুখ। টুইটে—লেখেন নরেন্দ্র মোদি।
প্রসঙ্গত, ঢাকা ও নয়াদিল্লিসহ বিশ্বের আরো ১৮টি দেশ একসঙ্গে মৈত্রী দিবস পালন করছে। অন্যান্য দেশগুলো হল—বেলজিয়াম, কানাডা, মিশর, ইন্দোনেশিয়া, রাশিয়া, কাতার, সিঙ্গাপুর, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ফ্রান্স, জাপান, মালয়েশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, সুইজারল্যান্ড, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত এবং মার্কিন যুক্তরাষ্ট্র।