লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর পৌরসভা নির্বাচনে নৌকার প্রার্থী মোজাম্মেল হায়দার মাসুম ভূইয়া ৩৭৭০৪ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ধ›দ্ধী ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর হাতপাখা প্রতীকের জহিরুল ইসলাম পেয়েছেন ২৫১৮ ভোট।
মোজাম্মেল হায়দার মাসুম ভূইয়া লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক। এর আগে লক্ষ্মীপুরে আলোচিত পৌর মেয়র আবু তাহেরকে বাদ দিয়ে মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়াকে নৌকা প্রতীকে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন দেয়া হয়।
রবিবার সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত লক্ষ্মীপুর পৌরসভার ১৫টি ওয়ার্ডে উৎসব মূখর পরিবেশে সাধারণ মানুষ ভোট দিয়ে মোজাম্মেল হায়দার মাসুম ভূইয়া বিপুল ভোটে নির্বাচিত করেন।
এ দিকে লক্ষ্মীপুর পৌরসভা নির্বাচনে ১৫টি ওয়ার্ডে নির্বাচিত কাউন্সিলররা হলেন ১নং ওয়ার্ডে গোলাম মোস্তফা (পানির বোতল), ২নং ওয়ার্ডে মোঃ আল আমিন (পাঞ্জাবী), ৩নং ওয়ার্ডে সুমন বিন তাহের পাটওয়ারী (পাঞ্জাবী), ৪নং ওয়ার্ডে আবুল কালাম (পাঞ্জাবী), ৫নং ওয়ার্ডে উত্তম দত্ত (উটপাখী) ৬নং ওয়ার্ডে আবুল খায়ের স্বপন (ডালিম) ৭নং ওয়ার্ডে কামাল উদ্দিন খোকন (পানির বোতল), ৮নং ওয়ার্ডে জাহিদুজ্জামান চৌধুরী রাসেল (উটপাখী), ৯নং ওয়ার্ডে মোহাম্মদ আলী (উটপাখী), ১০নং ওয়ার্ডে জসিম উদ্দিন (পাঞ্জাবী), ১১নং ওয়ার্ডে মাকছুদুর রহমান আলমগীর (উটপাখী), ১২নং ওয়ার্ডে রিয়াজ হোসেন রাজু (পাঞ্জাবী), ১৩নং ওয়ার্ডে আহসানুল করিম ীশপন (উটপাখী), ১৪নং ওয়ার্ডে জহিরুল ইসলাম (পানির বোতল), ১৫নং ওয়ার্ডে মোঃ রাকিবুল হাসান ভূইয়া রাজিব (উটপাখী)। সংরক্ষিত মহিলা কাউন্সিলর ১, ২,৩ শাহিনা আক্তার ফেরদৌসী (চশমা), ৪, ৫, ৬ তাছলীমা আক্তার (আনারস), ৭, ৮, ৯ বেগম লুলু (চশমা), ১০, ১১, ১২ নাহিদা আক্তার রিনা (চশমা), ১৩, ১৪, ১৫ রাহিমা বেগম (আনারস) প্রতীকে নির্বাচিত হয়েছেন।
রবিবার সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত লক্ষ্মীপুর পৌরসভার ১৫টি ওয়ার্ডে উৎসব মূখর পরিবেশে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।