লক্ষ্মীপুর প্রতিনিধি: অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় ৫০ দিন ব্যাপি ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স কাজে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠান ০৮ নভেম্বর (সোমবার) সকালে লক্ষ্মীপুর শহরের বাগবাড়ি করিম টাওয়ার শহর সমাজ সেবা কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মেহের নিগার।
জেলা সমাজ সেবার উপ-পরিচালক মো: নুরুল ইসলাম পাটওয়ারী সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, শহর সমাজ সেবা কর্মকর্তা টিটু চন্দ্র ধর, প্রশিক্ষক ও লক্ষ্মীপুর কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষক আশরাফুল ইসলাম, মহিব উল্যা রিপন, সাংবাদিক মো: রবিউল ইসলাম খান, আবদুর রশিদ প্রমুখ।
৫০ দিনের এই প্রশিক্ষণ কর্মশালায় মোট ৫০ জন প্রশিক্ষনার্থী অংশ নিবে। প্রশিক্ষণ শেষে সনদপত্র সহ সরকারী কর্তৃক বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করা হবে বলে জানান আয়োজকরা।