লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলার মাধ্যমিক বিদ্যালয় সমূহের সকল শিক্ষার্থীদের মাঝে হেলথ কার্ড বিতরন ও হেলথ স্ত্রিনিং উদ্বোধন অনুষ্ঠান ২১ অক্টোবর (বৃহস্পতিবার) দুপুরে শহরের কালেক্টর স্কুলে অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মেহের নিগারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: আনোয়ার হোছাইন আকন্দ।
বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা: আবদুল গফফার, জেলা পরিবার পরিকল্পনা উপ-পরিচালক ডা: আশফাকুর রহমান মামুন, সদর উপজেলা নিবাহী কর্মকর্তা মো: ইমরান হোসেন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল মতিন।
বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: নিজাম উদ্দিন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাজমুল হাসান প্রমুখ।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ বিদ্যালয়ের ১৫০ জন শিক্ষার্থীদের মাঝে হেলথ কার্ড বিতরন ও হেলথ স্ত্রিনিং কার্যক্রম উদ্বোধন ঘোষনা করেন। পর্যায়ক্রমে সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় সমূহে এই কার্যক্রম চলবে বলে জানান জেলা প্রশাসক।