গোপালগঞ্জ প্রতিনিধিঃ বাংলাদেশ প্রেস কাউন্সিলের নবনিযুক্ত চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম বলেছেন, সাংবাদিকদের অবশ্যই তালিকা তৈরি করা দরকার।
সারা বাংলাদেশে কোন কোন সাংবাদিক কাজ করছে তাদের তালিকা প্রেস কাউন্সিল ও সরকারের কাছে থাকবে। প্রকৃত সাংবাদিকরা তালিকাভুক্ত হয়ে কাজ করলে সব ধরনের সুযোগ সুবিধা পাবে।
শনিবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে বাংলাদেশ প্রেস কাউন্সিলের নবনিযুক্ত চেয়ারম্যান একথা বলেন।
তিনি আরও বলেন, সাংবাদিকদের নূন্যতম যোগ্যতা নির্ধারণ করা দরকার। তাহলে যেকোনো লোক এসে সাংবাদিক পরিচয় দিতে পারবে না। ফলে প্রকৃত সাংবাদিকরা প্রতিষ্ঠিত হতে পারবে। তাই প্রেস কাউন্সিল এইসব বিষয় নিয়ে কাজ করে যাচ্ছে।
এরআগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন প্রেস কাউন্সিলের নবনিযুক্ত চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম। পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু সহ নিহত সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অংশ নেন তিনি।
এসময় বাংলাদেশ প্রেস কাউন্সিলের সাবেক চেয়ারম্যান বিচারপতি মমতাজ উদ্দীন আহমেদ, সচিব মো. শাহ আলম, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম হেদায়েতুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) তন্ময় মন্ডল প্রমূখ উপস্থিত ছিলেন।