22 C
Dhaka
Saturday, November 23, 2024

মাগুরায় বীর মুক্তিযোদ্ধা মরহুম জননেতা আসাদুজ্জামান নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত ।

চাকুরির খবর

মাগুরা প্রতিনিধি: মাগুরা শ্রীপুর উপজেলার নাকোল ইউনিয়নের গড়াই নদীতে মঙ্গলবার বিকালে গ্রাম-বাংলার ঐহিত্যবাহী আছাদুজ্জামান স্মৃতি নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে । শ্রীপুর আন্তঃইউনিয়ন নৌকা বাইচ আয়োজক কমিটি এ প্রতিযোগিতার আয়োজন করে।

অনুষ্ঠানে আয়োজক কমিটির সভাপতি ও শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হুমাউনুর রশীদ মুহিতের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট  সাইফুজ্জামান শিখর।

নৌকাবাইচ  প্রতিযোগিতার  উদ্বোধন  করেন মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলম। এ সময়   পুলিশ সুপার জহিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আফাজ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান, উপজেলা পরিষদ চেয়ারম্যান মিয়া মাহমুদুল গনি শাহিন, শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার লিউজা-উল-জান্নাহ, জেলা সহ-সভাপতি মুন্সী রেজাউল হক, শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ।

নৌকাবাইচ প্রতিযোগিতায় খুলনা, কুষ্টিয়া, রাজবাড়ী, নড়াইল ও মাগুরার ৮ টি নৌকা অংশ নেয়।

প্রতিযোগিতায় অংশ নেয়া জলপরি নৌকা ১ম, ২য় লালন শাহ ও ৩য় আতিক হাসানের নৌকা পুরস্কার অর্জন করে। প্রতিযোগিতা শেষে মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর  ১ম স্থান বিজয়ী নৌকাকে ১২৫ সিসি মোটর  সাইকেল,২য়  স্থান  অর্জনকারী নৌকাকে ৮০ সিসি মোটর সাইকেল ও ৩য় স্থান অর্জনকারী নৌকাকে ১টি ফ্রিজ প্রদান করেন।

নৌকাবাইচ উপলক্ষে গড়াই নদীর সেতুর দু’প্রান্তে বসে গ্রামীণ মেলা । নদীর দু’পাড়ে নৌকা বাইচ ও মেলায় হাজার হাজার নারী-পুরুষের ভিড় লক্ষ্য করা যায় ।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর