বিডিনিউজ ডেস্ক: এক অদম্য গতিতে এগিয়ে যাচ্ছেন দেশের সবচেয়ে জুনিয়র বা যাকে বলা যায় কম বয়সী নায়িকা। আঠারো পার হওয়ার আগেই নায়িকা হয়ে রীতিমতো শোবিজে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। একের পর এক সিনেমায় অভিনয় করে চমকে দিচ্ছেন সবাইকে। বলছি শিশুশিল্পী থেকে রাতারাতি তারকাখ্যাতি পাওয়া পূজা চেরির কথা। রুপালি পর্দার তারুণ্যের ঝলকানীতে এগিয়ে চলছেন পূজা।
তারই ধারাবাহিকতায় ফের সরকারি অনুদানের সিনেমায় অভিনয় করছেন তিনি। নাম ‘গলুই’। এই সিনেমায় প্রথমবারের মতো দেশ সেরা নায়ক শাকিব খানের সাথে জুটি হয়ে অভিনয় করছেন পূজা। এস এ হক অলিক পরিচালিত এই সিনেমায় দর্শক প্রথমবার পর্দায় দেখবেন শাকিব-পূজার রোমান্স।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) টাঙ্গাইলে শুরু হয়েছে সিনেমাটির চিত্রায়ন। আজ শুক্রবার থেকে শুটিংয়ে অংশ নিয়েছেন পূজা। এ জন্য গতকাল চরিত্রের জন্য পার্লারে গিয়ে চুল ঠিক করেছেন নায়িকা। শাকিব খানকে ছাড়াই শুটিং অংশ নিয়েছেন পূজা।
নিজের সেরাটি দিয়ে চরিত্রটি ফুটিয়ে তুলতে চান জানিয়ে পূজা চেরি বলেন, ‘এই সিনেমায় চরিত্রের প্রয়োজনে আমাকে ৮ কেজি ওজন বাড়াতে হয়েছে। আমি মালা চরিত্রে অভিনয় করছি। লুকেও থাকবে ব্যাপক পরিবর্তন। ‘গলুই’র পূজাকে দর্শক আগে কখনো দেখেনি। আমার ভক্তরা নতুন এক পূজাকে পেতে যাচ্ছে।’
টাঙ্গাইলের অধুনালুপ্ত এক জমিদারের বংশধরের কন্যা মালা ও মাঝির রসায়নের গল্প ‘গলুই’। এতে শাকিব খান একজন মাঝি আর মালা চরিত্রে হাজির হবেন পূজা। মালাদের পরিবারে পূর্বে জমিদারী ছিল। এক সময়ে সেটা ক্ষয়ে গেলেও অভ্যাসে ক্ষয় ধরেনি। এখনও রক্তে জমিদারি বিষয়গুলো প্রবাহিত হয়।
জানা গেছে, চলতি মাসের শেষের দিকে শুটিংয়ে অংশ নিবেন শাকিব খান। এই সিনেমায় শাকিব-পূজার ছোটবেলার চরিত্রে অভিনয় করছেন শিশুশিল্পী তাজিম ও মারজান।
২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদান পেয়েছে সিনেমাটি। এতে আরো অভিনয় করছেন সুচরিতা, আলীরাজ, আজিজুল হাকিম, ফজলুর রহমান বাবু, সমু চৌধুরী প্রমুখ। এর গান করছেন কুমার বিশ্বজিৎ, হাবিব ওয়াহিদ।