25 C
Dhaka
Saturday, January 18, 2025

স্ব-শরীরে পাঠদান শুরু হচ্ছে ডিআইইউতে: বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ

চাকুরির খবর

ডিআইইউ প্রতিনিধি: আজ (২২ই সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন আগামী ১ই নভেম্বর থেকে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) তে সশরীরে পাঠদান কার্যক্রম শুরু করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকার কর্তৃক নির্দেশনা পাওয়া সাপেক্ষে ১ নভেম্বর হতে পুনরায় সশরীরে তাত্ত্বিক ও ব্যবহারিক ক্লাশসহ সকল শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে। সেই সাথে বিশ্ববিদ্যালয়ের যেসকল শিক্ষার্থীরা এখনও করোনা টিকার জন্য রেজিষ্ট্রেশন সম্পন্ন করেননি তাদেরকে দ্রুত রেজিষ্ট্রেশন করার জন্যও বলা হয়েছে বলা হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।

তথ্যমতে, আগামী ২৭ সেপ্টেম্বরের মধ্যে সকল শিক্ষার্থীদের করোনা টিকার অন্তত এক ডোজ দেওয়ার পর পাবলিক বিশ্ববিদ্যালয় প্রশাসন চাইলে যেকোন দিন ক্যাম্পাস খুলে দিতে পারেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয় কবে খুলবে সে সম্পর্কে শিক্ষা মন্ত্রণালয় থেকে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। তবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসনের ইস্যুটি না থাকায় খুব দ্রুত খুলে দেওয়ার বিষয়ে ঘোষণা আসতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এ বিষয়ে ইউজিসির বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের সদস্য অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ বলেন, সম্প্রতি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো খোলার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

তবে বেসরকারি বিশ্ববিদ্যালয় খোলার ব্যাপারে তেমন দিকনির্দেশনা দেওয়া হয়নি। সেই হিসেবে কবে খুলছে সেটি বলা যাচ্ছে না। তবে পরবর্তীতে শিক্ষা মন্ত্রণালয় থেকে খোলার ব্যাপারে উদ্যোগ নেওয়া হলে তখন যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর