গোপালগঞ্জ প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি গোপালগঞ্জ ইউনিটের নব নির্বাচিত কার্য নির্বাহী কমিটি।
সোমবার বিকাল সাড়ে ৫টায় ইউনিটের নব নির্বাচিত সেক্রটারী সিকদার নূর মোহাম্মদ দুলু’র নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে পবিত্র ফাতেহা পাঠ ও বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনায় দোয়া মোনাজাত করেন তারা।
এসময় গোপালগঞ্জ জেলা আওময়ামী লীগ সভাপতি চৌধূরী এমদাদুল হক, টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, কার্য নির্বাহী কমিটির সদস্য আলী নাঈম খান জিমি, শেখ মোঃ রফিকুল ইসলাম মিটু, আকবর আলী মোল্লা, শেখ নাসিমুল গণি, আবু সিদ্দিক সিকদার, ইউনিট অফিসার দেবাশীষ বিশ্বাস সহ যুব রেড ক্রিসেন্টের সদস্যরা উপস্থিত ছিলেন।
গত ১৮ সেপ্টেম্বর নির্বাচনে একমাত্র প্রতিদ্ব›দ্বী প্যানেলকে প্রায় দ্বিগুণ ভোটের ব্যবধানে পরাজিত করে পূর্ণ প্যানেল জয়লাভ করে হাসমত আলী সিকদার চুন্নু-সিকদার নূর মোহাম্মদ দুলু প্যানেল।