28 C
Dhaka
Friday, November 22, 2024

যারা মুক্তিযুদ্ধের বিরোধীতা করেছে তারাই বঙ্গবন্ধু কে হত্যা করেছে সাবেক মন্ত্রী: একে এম শাহজাহান কামাল

লক্ষ্মীপুর প্রতিনিধি | ১৭ই আগস্ট, ২০২১ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ২রা ভাদ্র, ১৪২৮ বঙ্গাব্দ , শরৎকাল, ৯ই মহর্‌রম, ১৪৪৩ হিজরি

চাকুরির খবর

সাবেক বেসরকারী বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এবং লক্ষ্মীপুর-৩ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ একে এম শাহজাহান কামাল বলেছেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের যারা বিরোধীতা করেছে তারাই বঙ্গবন্ধু ও তার পরিবারের হত্যা করেছে।

তিনি বলেন জাতীর জনক দেশের মানুষ জন্যই দিন রাত কাজ করতেন। রাজনৈতিক জীবনে তিনি বেশীর ভাগ সময় কারাগারে কাটিয়েছেন। পাকিস্তান সরকার বহু চেষ্টা করেছে এমনকি বহু লোভ দেখিয়েছে কিন্তু বঙ্গবন্ধু কখনো তাদের কাছে মাথা নত করেনি। বাংলার মানুষের ভাগ্য উন্নয়নে তিনি কাজ করেছেন।

তিনি আরও বলেন ষড়ষন্ত্রকারীরা মুক্তিযুদ্ধের সময় বিরোধীতা করে পরবর্তীতে বঙ্গবন্ধুকে হত্যা করে। বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এখন ক্ষমতায় তিনি দিন রাত কাজ করে যাচ্ছেন মানুষের জন্য।

পিতা অসমাপ্ত কাজ করার জন্য পরিশ্রম করে যাচ্ছেন। পলাতক খুনিদের দেশে ফিরিয়ে আনতে চেষ্টা চলছে। যারা ১৯৭৫ সালে হত্যা ঘটনা ঘটিয়েছে তাদের কাউকে বাংলার মানুষ ক্ষমা করবে না তাদের বিচার হবেই।

(রোববার) ১৫ আগষ্ঠ জাতীয় শোক দিবস স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দুপুরে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক মো: আনোয়ার হোছাইন আকন্দ এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের এমপি এ্যাড: নুর উদ্দিন চৌধুরী নয়ন, পুলিশ সুপার ড. এ. এইচ এম কামরুজ্জামান, জেলা পরিষদ চেয়ারম্যান মো: শাহজাহান, প্রধান নির্বাহী কর্মকর্তা কুল প্রদীপ চাকমা, সিভিল সার্জন ডা: আবদুল গফফার, জেলা আওয়ামীলীগ সভাপতি গোলাম ফারুক পিংকু, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ নুরই আলম, মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান প্রমুখ।

এর আগে সকালে জেলা কালেক্টর ভবন প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর