33.7 C
Dhaka
Tuesday, March 25, 2025

লক্ষ্মীপুরে অসচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরন

লক্ষ্মীপুর প্রতিনিধি | ৯ই আগস্ট, ২০২১ খ্রিস্টাব্দ, সোমবার, ২৫শে শ্রাবণ, ১৪২৮ বঙ্গাব্দ , বর্ষাকাল, ১লা মহর্‌রম, ১৪৪৩ হিজরি

চাকুরির খবর

০৮ আগষ্ঠ (রোববার) বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯১ তম জন্মবার্ষিকী উপলক্ষে অসচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরন স্বাস্থ্য বিধি মেনে দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মো: আনোয়ার হোছাইন আকন্দ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের এমপি এ্যাড: নুর উদ্দিন চৌধুরী নয়ন।

বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার ড. এ. এইচ এম কামরুজ্জামান, জেলা আওয়ামীলীগ সভাপতি গোলাম ফারুক পিংকু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নুরই আলম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সাজিয়া পারভীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম, মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা জোবেদা খানম প্রমুখ।

এর আগে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯১ তম জন্মবার্ষিকী উপলক্ষে ভার্চ্যুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ ব্যাপারে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বলেন, বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯১ তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলায় মোট ৩৫ জন অসচ্ছল নারীদের মাঝে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের সহযোগীতায় সেলাই মেশিন বিতরন করা হয়েছে।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর