22 C
Dhaka
Saturday, November 23, 2024

লক্ষ্মীপুর রায়পুরে সরকারি হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিষ্ফোরন

লক্ষ্মীপুর প্রতিনিধি | ৬ই আগস্ট, ২০২১ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২২শে শ্রাবণ, ১৪২৮ বঙ্গাব্দ , বর্ষাকাল, ২৭শে জিলহজ, ১৪৪২ হিজরি

চাকুরির খবর

করোনা রোগীদের জন্য ৭দিন আগে লক্ষ্মীপুরের রায়পুর সরকারি হাসপাতালকে আবুল খায়ের কোম্পানির কর্মকর্তারা ৮ টি অক্সিজেন সিলিন্ডার উপহার দেন। সেগুলো হাসপাতালের করোনা ইউনিটের নীচ তলায় খোলা স্থানে রাখা ছিলো।

বুধবার (৪ আগষ্ট) রাত সাড়ে ১০টার সময় সেগুলোর মধ্যে ১টি সিলিন্ডারের মুখ খোলার সময় বিষ্ফোরন হয়ে আগুন ধরে যায়। এসময় বাকি ৭ টিতেও গ্যাস অটোমেটিক চলে যায়। এসময় আতংকে করোনা রোগিরা ছুটোছুটি করলে কয়েকজন মেঝেতে পড়ে আহত হয়েছে বলে অভিযোগ উঠেছে।

রায়পুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা নজরুল ইসলাম বলেন- কোন রোগী হতাহত হয়নি। যথাসময়ে ঘটনাস্থলে পৌঁছার আগেই আগুন নিয়ন্ত্রন আনা হয়েছে।

রায়পুর সরকারি হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার বাহারুল আলম বলেন, অল্পের জন্য আল্লাহ রক্ষা করেছেন। কোন রোগী হতাহত হয়নি। ভয়ে দোতলার করোনা ইউনিটের রোগিরা ছুটাছুটি করেছে।

রায়পুর থানার ওসি আবদুল জলিল বলেন, ঘটনার শুনার সাথে সাথে ছুটে গিয়ে সকল রোগিয়ে শান্তনা দেয়া হয়েছে পরিস্থিতি শান্ত রয়েছে।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর