24 C
Dhaka
Friday, November 22, 2024

টুঙ্গিপাড়ায় ৫’শ অসহায় পরিবারকে ত্রান দিলেন সেনাবাহিনী

গোপালগঞ্জ প্রতিনিধি

চাকুরির খবর

করোনা মহামারীর সংকটময় সময়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ৫'শ দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন।

রবিবার বেলা ১২ টায় উপজেলা পরিষদের সামনে হেলিপ্যাড চত্বরে স্বাস্থ্যবিধি মেনে উপজেলার দুস্থ ও অসহায় ৫’শ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি ১৪ ইষ্টবেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আলমগীর হোসেন।

বিতরণকৃত ত্রান সামগ্রীর মধ্যে রয়েছে তিন কেজি চাল, দুই কেজি আটা, এক কেজি ডাল, এক কেজি লবণ, আধা কেজি তেল ও ১ টি সাবান।

এসময় টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা একে এম হেদায়েতুল ইসলাম, সহকারী কমিশনার (ভ‚মি) দেদারুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ গাজী, পৌরসভার প্যানেল মেয়র ফকরুল কাজী, বাংলাদেশ সেনাবাহিনীর ২ ইষ্টবেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোরশেদুল হাসান, মেজর মোসাদ্দেক ইবনে মুজিব, ক্যাপ্টেন শাহ-ই-মাসরুর তামীম ও লেঃ সাদাফ আবরার রাইয়ান প্রমুখ উপস্থিত ছিলেন।

সেনাবাহিনীর ১৪ ইষ্টবেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আলমগীর হোসেন বলেন, দেশে আবারও লকডাউন শুরু হবে। এতে খেটে খাওয়া সাধারণ মানুষের জীবন যাত্রার মান ব্যাহত হবে।

তাই সেনাপ্রধানের নির্দেশনায় খেটে খাওয়া মানুষদের সহযোগিতা করার জন্য সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের সকল পদবীর রেশন থেকে কিছুটা বাঁচিয়ে সাধারণ মানুষকে সহযোগিতা করার চেষ্টা করছি।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর