আজ পবিত্র ঈদুল আযহা। এ উপলক্ষে রাঙামাটির প্রতিটি মসজিদে মসজিদে স্বাস্থ্য বিধি মেনে ঈদের নামাজ আদায় করে মুসল্লিরা।
নামাজ শেষে বিশ্বকে করোনা মুক্ত করতে এবং বিশ্ব শান্তি কামনায় আল্লাহর কাছে প্রার্থনা করেন। পরে আল্লাহর সন্তুষ্টির আশায় পশু কোরবানীর মধ্যে দিয়ে ঈদ উল আযহা উদযাপন করেন।
আজ সকালে রাঙামাটির প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয় তবলছড়ি মসজিদে। এখানে দুই দফা সকাল ৮ টায় এবং সকাল ৯ টায় ঈদ জামাত অনুষ্ঠিত হয়।
রিজার্ভ বাজার জামে মসজিদে সকাল ৮ টায়, বনরূপা জামে মসজিদে সকাল সাড়ে ৭ টায়, কালেক্টরেট জামে মসজিদের সকাল ৮ টায় ও সকাল সাড়ে ৮ টায় ভেদভেদী জামে মসজিদে সকাল সাড়ে ৭ টায় ও সকাল ৮ টায় দুটি ঈদ জামাত অনুষ্ঠিত হয়।
রাঙামাটি জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান ঈদের নামাজ আদায় করেন কালেক্টরেট জামে মসজিদে, রাঙামাটি জেলা পরিষদ সদস্য হাজী মোঃ মুছা মাতব্বর রিজার্ভ বাজার জামে মসজিদে, পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী কালেক্টরেট জামে মসজিদে ঈদের নামাজ আদায় করেন।