চলছে জীবন আপন মনে
——-কবি আইরিন খান
যতদিন আছে এ দেহে জান…
কখনওই হবো না নিষ্প্রাণ….,
যতই হোক মেঘ কালো আসমান..
চলবে এ চেষ্টা আমার আপ্রাণ….!!
আসুক যতই বাঁধা ও বিপত্তি…
নেই তাতে কোনও আমার আপত্তি !
আছে এবং থাকবে খোদার প্রতি ভক্তি…,
অবশ্যই তিনি একদিন দিবেন
আমায় সকল মুশকিল থেকে মুক্তি !!
দুঃখ কষ্ট এখন আমার এসব এক্কেবারেই হাতের ময়লা…..
অতোশতো দেখার নেইকো আর বেলা..
চলছে জীবন আপন মনে….
ভাসিয়ে সত্য ন্যায়ের ভেলা….!!
সংগ্রামী এ পথচলায় চলেছি একেলা..
দেখছি এ পথে কতো রকম ময়লা,
দেখছি কতো খেলা, কতো ঝামেলা!
তবুও কেনও যেন আমি চলছি সারাবেলা,
সব ঝেড়েঝুড়ে, আনমনে ঠিক যেন..
সরলা…ষোড়শী
চপলা চঞ্চলা…!