28 C
Dhaka
Friday, November 22, 2024

প্রধানমন্ত্রীর স্বপ্ন পূরণ করবে আওয়ামী লীগ

বিডিনিউজ ডেস্ক

চাকুরির খবর

প্রধানমন্ত্রীর স্বপ্ন ছিল মুজিববর্ষে প্রত্যেক গৃহহীন মানুষকে একটি করে ঘর দেবেন এবং সেই উদ্যোগ প্রায় সাফল্যের দ্বারপ্রান্তে এসেছিল।

কিন্তু আমলাদের অপরিণামদর্শী এবং অবাস্তব সিদ্ধান্ত, অতি চাটুকারিতা এবং অতি উৎসাহের কারণে এই উদ্যোগ ভেস্তে যেতে বসেছে। বিভিন্ন জায়গায় ঘরগুলো ধসে পড়ছে।

শুধু তাই নয়, এই ঘরগুলো এত সস্তা এবং নিম্নমানের সামগ্রী দিয়ে করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন যে, যেগুলো এখন টিকে আছে সেগুলোও খুব বেশিদিন টিকবে না।

এগুলো দীর্ঘস্থায়ী হবে না। এক বছর, দুই বছর, আড়াই বছরের মধ্যে এই ঘরগুলো বসবাসের অনুপযুক্ত হয়ে পড়তে পারে। আর এ ক্ষেত্রে প্রধান বিষয় বিবেচনা করা হচ্ছে যে, ঘর নির্মাণের জন্য যে খরচটুকু করা উচিত ছিল সেই খরচটুকু করা হয়নি।

এক লাখ ৭৫ হাজার টাকা দিয়ে দুই রুমের একটি বাড়ি, একটি বাথরুম করা সম্ভব নয় বলেই বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে। এরকম পরিস্থিতি নিয়ে যখন অস্বস্তি তখন আওয়ামী লীগ প্রধানমন্ত্রীর স্বপ্ন পূরণে উদ্যোগ গ্রহণ করেছেন।

ইতিমধ্যে আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও বিভিন্ন জেলায় এবং উপজেলায় এ নিয়ে কথাবার্তা শুরু করছেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্যরাও আওয়ামী লীগের তৃণমূলকে এই ঘর নির্মাণের ব্যাপারে উদ্যোগ গ্রহণ এবং খোঁজখবর নেয়ার জন্য আহ্বান জানিয়েছেন।

ইতিমধ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রত্যেক এলাকায় এখনো যারা গৃহহীন আছে তাদের তালিকা করার জন্য নির্দেশ দিয়েছেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের এই নির্দেশের আলোকে দলের সাংগঠনিক সম্পাদকরা প্রত্যেকটি জেলায় গৃহহীনদের তালিকা তৈরি করার জন্য নির্দেশ দিয়েছেন।

আওয়ামী লীগের একজন প্রেসিডিয়াম সদস্য বলেছেন যে, আমরা নিজেদের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা করছি। প্রধানমন্ত্রীর স্বপ্ন আমরাই পূরণ করব।

তিনি বলেন আওয়ামী লীগ আর শেখ হাসিনা এক আত্মা এবং অভিন্ন সত্তা। শেখ হাসিনা ছাড়া আওয়ামী লীগ যেমন অস্তিত্বহীন তেমনি শেখ হাসিনার সবচেয়ে বড় পরিচয় হলো তিনি আওয়ামী লীগের সভাপতি।

এই বাস্তবতায় আওয়ামী লীগই পারে বঙ্গবন্ধু এবং আওয়ামী লীগ সভাপতির স্বপ্ন পূরণ করতে। তারা বলেন যে, আওয়ামী লীগের নেতাকর্মীরা ত্যাগ স্বীকার করতে পারে এবং এরকম ঘরও নির্মাণ করতে পারবে।

ইতিমধ্যে আওয়ামী লীগের যারা প্রকৌশলী বিশেষ করে সিভিল ইঞ্জিনিয়ার আছেন তারা এই নকশা অনুসরণ করে একটি বাড়ি নির্মাণ করতে কি রকম খরচ হবে তা প্রাক্কলন করছেন।

আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতারা স্বপ্রণোদিত হয়ে বলছেন যে, তারা নিজেরা এ ঘর নির্মাণের জন্য অর্থ দেবেন। আওয়ামী লীগের একজন যুগ্ম-সাধারণ সম্পাদক বলেছেন যে, আওয়ামী লীগের নেতাকর্মীরা বঙ্গবন্ধু এবং তার কন্যা শেখ হাসিনার জন্য সবকিছু উজাড় করে দিতে প্রস্তুত।

ঘর তো একটা সামান্য ব্যাপার। তিনি বলেন যে, আওয়ামী লীগের সব পর্যায়ের নেতারা যদি প্রত্যেকে একটি করেও ঘর নির্মাণ করে দেয় তাহলে বাংলাদেশে আর কোনো গৃহহীন মানুষ থাকবে না। আর এই প্রক্রিয়াটি যেন স্বচ্ছ প্রক্রিয়ায় হয়, ঘর নির্মাণের নামে যেন কোথাও চাঁদাবাজি না হয় এবং প্রকৃত গৃহহীন মানুষ যেন ঘর পায় এটি নিশ্চিত করার জন্যই আওয়ামী লীগের নেতারা কাজ করছেন।

আওয়ামী লীগের একজন সাংগঠনিক সম্পাদক বলছেন যে, এখন করোনা পরিস্থিতি চলছে। এর মধ্যেও আমরা প্রত্যেকটি জেলাকে নির্দেশ দিয়েছে তালিকা প্রণয়নের জন্য। এরপর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকরা সরেজমিনে যাবেন এবং যেই নকশাটি অনুমোদিত হয়েছে সেই নকশার আলোকে আওয়ামী লীগের নেতাদের যার যেটুকু সামর্থ্য আছে তা দিয়ে গৃহনির্মাণ উদ্যোগ গ্রহণ করবেন।

আওয়ামী লীগের নেতারা মনে করছেন যে, এটি নিয়ে যেন ভবিষ্যতে কেউ কটাক্ষ করতে না পারে, এটি যেন সমালোচিত না হয় সেজন্যই এই চিন্তা ভাবনা আওয়ামী লীগের মধ্যে এসেছে। তারা এ নিয়ে খুব শীঘ্রই আওয়ামী লীগ সভাপতির সঙ্গেও কথা বলবেন বলে জানা গেছে।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর