22 C
Dhaka
Saturday, November 23, 2024

সরকারি চাকরিজীবীদের ফেসবুক ব্যবহারে চোখ রাখবে কমিটি

বিডিনিউজ ডেস্ক

চাকুরির খবর

সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নির্দেশিকা যথাযথ অনুসরণ করা হচ্ছে কিনা তা মনিটরিং করতে কমিটি করেছে সরকার। রবিবার (৪ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব মো. এনামুল হক স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নির্দেশিকা, ২০১৯ (পরিমার্জিত সংস্করণ) অনুসরণ করার জন্য বিধি-৪ শাখার পরিপত্র ২০২০ সালের ৭ মে জারি করা হয়।

সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা সেই নির্দেশনাগুলো বাস্তবায়ন করছেন কিনা তা পর্যালোচনা করতে ৫ সদস্যের কমিটি করা হয়েছে।

কমিটির সভাপতি করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসন অধিশাখার যুগ্ম-সচিব মো. আবুল হাছনাত হুমায়ুন কবীরকে। এছাড়াও সদস্য হিসেবে তিনজনকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

তারা হলেন- জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম, এএসএম মুস্তাফিজুর রহমান, ও খালিদ মেহেদী হাসান।

কমিটিতে সদস্য সচিব করা হয়েছে একই মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. আব্দুস সালাম চৌধুরীকে।

কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, কমিটি বিধি-৪ শাখার ৭ মে ২০২০ তারিখের পরিপত্র যথাযথভাবে বাস্তবায়ন হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ ও পর্যালোচনা করবে এবং কোনও কর্মকর্তা কর্মচারী নির্দেশনা অমান্য করলে তা পর্যালোচনা করে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবে।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর