21 C
Dhaka
Saturday, November 23, 2024

লক্ষ্মীপুরে ২ লাখ ৯৮ হাজার শিশুকে ভিটামিন এ প্লাস খাওয়ানো হবে

লক্ষ্মীপুর প্রতিনিধি

চাকুরির খবর

আগামী (৫-১৯ জুন) জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে লক্ষ্মীপুর জেলায় ২ লাখ ৯৮ হাজার ২ শত ৯৭ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো লক্ষ্য মাত্রা নির্ধারণ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।

০৩ জুন (বৃহস্পতিবার) দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই সব তথ্য জানান সিভিল সার্জন ডা: আবদুল গফফার।

তিনি সাংবাদিকদের আরও বলেন, জেলায় মোট ১৪৮১টি কেন্দ্রে (৬-১১ মাস বয়সী) ৩৩৩৪০ জন শিশু কে নীল রঙের ও (১২-৫৯ মাস) ২৬৪৯৫৭ জন শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।

১৪৭৫টি অস্থায়ী, ৫টি স্থায়ী, ১টি পৌরসভা বিভিন্ন ইউনিয়নের ১৯৪ টি ওয়ার্ডে এই কার্যক্রম চলবে। এ জন্য ২৩৩ জন স্বাস্থ্য সহকারী, ২৯৬৮ জন সেচ্ছাসেবক,১৮৪ জন সুপারভাইজার,১৭৪ জন সিএইচসিপি নিয়োগ করা হয়েছে।

যে কোন ধরনের গুজবে কান না দিয়ে সরকারী এই জাতীয় কর্মসূচি সফল ও সার্থক করতে সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন সিভিল সার্জন।

এসময় আরও বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার বিশ্বনাথ মজমুদার, ডা: নাহিদ রায়হান, প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহমদ হেলাল, সাধারণ সম্পাদক আবদুল মালেক প্রমুখ।

সংবাদ সম্মেলনে জেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার প্রায় ৪০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর