ছোট পর্দার অভিনেতা মুশফিক রহমান ফারহানের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরী (জিডি) করেছেন এক তরুণী। বৃহস্পতিবার (২৭ মে) রাজধানীর শেরেবাংলা নগর থানায় হাজির হয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি। যার নম্বর ১৬১৬।
শুক্রবার (২৮ মে) সকালে জিডির সত্যতা নিশ্চিত করেছেন শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক সাহেরা খানম।
জিডিতে সেই তরুণী উল্লেখ করেন, মুশফিকুর রহমান ফারহানের সঙ্গে তিনি পাঁচ বছর প্রেমের সম্পর্কে ছিলেন। সম্পর্ক থাকাকালে ফারহান নানাভাবে তাকে অত্যাচার করতেন।
সম্পর্ক ছেড়ে দেওয়ার কথা বললেই ফারহান হুমকি দিতেন। এভাবে চলতে থাকলে একপর্যায়ে সম্পর্ক ভেঙে দেন ওই তরুণী। এ অবস্থায় বৃহস্পতিবার (২৭ মে) তরুণী এবং তার পুরো পরিবারকে `ধ্বংস` করার হুমকি দেন ফারহান।
নাম প্রকাশ না করে সেই তরুণী গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, `ফারহান আমাকে ফোন করে হুমকী ও অকথ্য ভাষায় গালাগালি দিতে শুরু করে। এরপর আমাকে অনেকবার ফোন দিলেও রিসিভ করিনি। পরবর্তীতে থানায় জিডি করি।`
ফারহানকে তরুণী বিভিন্নভাবে হেনস্থা করছে বলেও অভিযোগ রয়েছে। এই প্রসঙ্গে তরুণী আরও বলেন, `আমি নাকি ফারহানের কাছ থেকে টাকা নিয়েছি। এমনটা সবাইকে বলে বেড়াচ্ছে। সে আমার নামে মিথ্যা রটিয়ে নিজেকে রক্ষা করতে চাইছে।`
বাংলা ইনসাইডার