রাঙামাটি প্রতিনিধিঃ রাঙামাটিতে গোপন সংবাদের ভিত্তিতে চৌকস অভিযানে দুইজন চিহ্নিত মাদক ব্যাবসায়ীকে ইয়াবা ও টাকা সহ আটক করেছে জেলা গোয়েন্দা শাখা(ডিবি)।
বৃহস্পতিবার দুপুরে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ এমদাদুল হক শেখের নেতৃত্বে পরিচালিত অভিযানে শহরের হাসপাতাল এলাকা ও পৌরসভা গেইট থেকে দুইজনকে আটক করা হয়।
আটককৃত হলেন, রাঙামাটি শহরের কুখ্যাত মাদক ব্যবসায়ী হাসপাতাল এলাকার কানু চৌধুরীর ছেলে শিমুল চৌধুরী(৩১)।তাকে নিজ ঘর থেকে ৪৭ পিস ইয়াবা ও ৯ গ্রাম ভাঙা ইয়াবার গুড়ি সহ পাচঁ লক্ষ চার হাজার তিনশত পঞ্চাশ টাকা সহ আটক করা হয়।
তার বিরুদ্ধে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা করা হয়েছে।দায়েরকৃত মামলা নং ৪০।
অপরজন হলেন,তবলছড়ি ওমদামিয়া পাহাড়ের মোঃ মনিরের ছেলে মাসুম(২৬)।তাকে পৌরসভা গেইট থেকে ৩০ পিস ইয়াবা সহ আটক করা হয়। তার বিরুদ্ধে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা করা হয়েছে।দায়েরকৃত মামলা নং ৪২।
রাঙামাটি জেলা গোয়েন্দা শাখার(ডিবি) অফিসার ইনচার্জ এমদাদুল হক শেখ জানায়,মাদক ব্যবসায়ী ও মাদকসেবী দুইজনেই সমান অপরাধী।এদের কাউকেই রেহায় দেওয়া যাবেনা।
প্রতিদিনেই রাঙামাটি জেলা গোয়েন্দা শাখা(ডিবি) মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে।রাঙামাটিকে মাদকমুক্ত না করা পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।