লক্ষ্মীপুর প্রতিনিধি: দেশে শুরু হয়েছে ধান কাটার উৎসব। কিন্তু লকডাউনের কারণে কিছুটা শ্রমিক সংকটে পড়েছে কৃষকরা। পাকা ধান নিয়ে দুচিন্তায় পড়েছে তারা।
কৃষকদের এই দুচিন্তা দূর করতে পাকা ধান কেটে দিলো লক্ষ্মীপুর জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক বায়েজীদ ভূইঁয়া। রোববার (২৫ এপ্রিল) সকালে কেরোয়া ইউনিয়নের লুধূয়া গ্রামের কৃষক আবু মুসার ১২ শতক জমির ধান কাটে দেন তিনি।
এ ব্যাপারে বায়েজীদ ভূইঁয়া বলেন, লকডাউনের কারণে কিছুটা শ্রমিক সংকট দেখা দিয়েছে, শ্রমিক না পাওয়ায় তার জমির ধান কাটতে পারছিলেন না, তাৎক্ষণিক খবর পেয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের মাননীয় চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ভাইয়ের নির্দেশে কৃষক আবু মুসার জমির ধান কেটে দিয়েছি।
আগামীতেও কৃষকের পাশে থেকে তাদের জমির ধান কেটে ঘরে তুলে দেয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এসময় কেরোয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মো: আকবর, সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর, ছাত্রলীগের ইউনিয়ন সভাপতি মো: আরিফ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।