লক্ষ্মীপুর প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী উপলক্ষে স্থাবর সম্পত্তি হস্তাস্তর ১% হতে উপজেলার বিভিন্ন কিশোর-কিশোরী ক্লাবের কিশোরীদের মাঝে বাইসাইকেল বিতরনী অনুষ্ঠান স্বাস্থ্য বিধি মেনে ১৩ এপ্রিল (মঙ্গলবার) বিকেলে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: আনোয়ার হোছাইন আকন্দ।
উপজেলা নিবাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো: মামুনুর রশিদ, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা জোবেদা খানম, উপজেলা ভাইস চেয়ারম্যান রহমত উল্যা বিপ্লব, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদা আক্তার প্রমুখ। পরে অতিথিবৃন্দ ৪৫ জন কিশোর-কিশোরীদের বাইসাইকেল তুলে দেন।
জেলা প্রশাসক মো: আনোয়ার হোছাইন আকন্দ বলেন, সমাজে সামাজিক অনাচার, অপরাধ, বাল্য বিবাহ রোধে বিশেষ দ্রুত হিসেবে কাজ কিশোরীরা।
তিনি কিশোরীদের উদ্দেশ্যে বলেন, পুরো জানতে হবে বুঝতে হবে, শিখতে হবে। তোমার পড়াশুনা করে দেশ ও মানুষের উন্নয়নে কাজ করবে এমন প্রত্যাশা থাকবে। তোমরা আরও ভালো কিছু করবে। মানুষের পাশে থাকবে।
এ ছাড়া চলমান করোনা ভাইরাস সংক্রমণ রোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কিশোরীদের এগিয়ে আসার আহবান জানান তিনি।