লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন ও আর্থিক সহায়তার চেক বিতরনী ১২ এপ্রিল (সোমবার) বিকেলে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: আনোয়ার হোছাইন আকন্দ।
বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা নিবাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম, জেলা সমাজ সেবা উপ-পরিচালক নুরুল ইসলাম পাটওয়ারী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) মো: মোশারফ হোসেন, ইউপি চেয়ারম্যান মো: নুরুল আমিন, বাজার কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আলী করিম, সাধারণ সম্পাদক মাওলানা আবদুল কুদ্দুস প্রমুখ।
এসময় ক্ষতিগ্রন্থ ১২ জন ঘর মালিকদের মাঝে প্রত্যেককে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ শাখা হতে ২ বান্ডিল ঢেউনিট ও ৬ হাজার টাকা করে চেক এবং জেলা সমাজ সেবা অধিদপ্তর থেকে ১০ হাজার টাকা করে ১২ জন ভাড়াটিয়ার মাঝে চেক তুলে দেন অতিথিবৃন্দ।
উল্লেখ যে, গত শনিবার রাতে ভোরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডে ১২ টি দোকান ঘর পুঁড়ে যায় এতে প্রায় ১ কোটি টাকার মালামাল পুঁড়ে যায় বলে ব্যবসায়ীদের পক্ষ থেকে দাবী করা হয়েছে।