লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ চলমান লকডাউন থাকার পরও সাধারণ স্বাস্থ্য বিধি না মেনে অবাধে চলাফেরা করছে।
জেলা স্বাস্থ্য বিভাগের হিসাব মতো গত ৭২ ঘন্টায় জেলায় ১৬১ জনের নমুনা পরীক্ষা করে ৪২ জনের শরীরে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে।
লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে আজ ৪ এপ্রিল (মঙ্গলবার) এই তথ্য জানা গেছে। এ দিকে জেলায় আক্রান্ত সংখ্যা বেড়ে যাওয়ার পরও মানুষের মাঝে চরম উদাসীনতা দেখা গেছে।
স্বাস্থ্য বিভাগ জানায়, গত ২৪ ঘন্টায় জেলায় ৯৩ টি নমুনা পরীক্ষায় ২৪ জনের করোনা সনাক্ত হয়েছে। এর আগে গত ৪ এপ্রিল ১৮ জনের শরীরে করোনা ধরা পড়ে।
জেলা সিভিল সার্জন ডা: আবদুল গফফার জানান, গত ৭২ ঘন্টায় নতুন করে ৪২ জনের শরীরে করোনা সনাক্ত হয়েছে। তিনি সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য আহবান জানান। প্রয়োজনীয় কাজ ছাড়া ঘরের থাকার থাকার জন্য সকলের প্রতি উদাত্ত আহবান জানান।