লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনাল এলাকার ১শ’ কিলোমিটার পর্যন্ত মেঘনা নদীর ইলিশের অভয়াশ্রম ঘোষিত এলাকায় অভিযান চালিয়ে ১৫ জলদস্যুকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে কোস্টগার্ড।
২৩ মার্চ (মঙ্গলবার) ভোরে কোস্টগার্ড এই অভিযান চালিয়ে মেঘনা নদীর হিজলা ও সাবের চর এলাকা থেকে আটক করা হয়।
আকটকৃত জেলেরা হলেন, আহাম্মদ আলী, বাগন আলী, ইব্রাহিম, বাবুল, নাগর মিয়া, কাওসার, সবুজ, জাহেদ, সাহেব আলী, ফিরোজ, আহাম্মদ উল্যাহ্, রাজিব, শাহিন, ইব্রাহিম, ইউনুছসহ ১৫ জন।
মঙ্গলবার সকাল ১০ টার দিকে কোস্টগার্ডের বিসিজিএস শ্যামল বাংলা জাহাজের অধিনায়ক লে: কমান্ডার আখিজুল হক (এনডি) বিএন জানান,তাঁর নির্দেশনায় অভিযান পরিচালনা করেন লে: ইফতেখারুল আলম (এক্য্র) বিএন।
তিনি আরো জানান,মঙ্গলবার ভোর রাতে ও সোমবার রাতে পৃথক অভিযান চলাকালে ১৫ জলদস্যুকে দেশিয় অস্ত্র সহ গ্রেপ্তার করা হয়।
তাদের বিরুদ্ধে নিরিহ নৌ পথে চলাচল রত বিভিন্ন ধরনের জাহাজে ডাকাতিসহ জেলেদের আটক করে মুক্তিপন আদায় ও মুক্তিপনের টাকা না পেলে হত্যাসহ নদীতে অপরাধ কর্মকান্ডের অভিযোগ রয়েছে।
এছাড়া আটককৃত জলদস্যুরা এক একজন কয়েকটি হত্যাকান্ডসহ বেশ কয়েকটি নৌ ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে।