24 C
Dhaka
Friday, November 22, 2024

অর্থ আয়ের পথ সহজ করল ইউটিউব!

চাকুরির খবর

ইউটিউব দিয়ে অনেকেই এখন ঘরে বসেই আয় রোজগার করছেন। আয়ের সে পথকে আরও সহজ করে দিতে এবার এগিয়ে এসেছে ইউটিউব কর্তৃপক্ষ।

ইউটিউবে কন্টেন্ট ছাড়ার আগে সবচেয়ে বড় সমস্যা হল কপিরাইট। কপিরাইট কন্টেন্ট দিয়ে যেমন আয় করা যায় না, তেমনি বন্ধ হয়ে যেতে পারে আপনার চ্যানেলটিও। তাই ভিডিও স্ট্রিমিং প্লাটফর্ম ইউটিউব অর্থ আয়ের পথকে আরও সহজ করে দিতে নতুন একটি টুল নিয়ে এসেছে।

এ টুলটি ব্যবহার করলে যে কেউ যে কোনো কন্টেন্ট ইউটিউবে আপ করার আগেই এখন মোটামুটি নিশ্চিত হয়ে যেতে পারবেন তার কন্টেন্টটিতে কপিরাইট ক্লেইমের কোনো আশঙ্কা আছে কি নেই।

ইউটিউব তাদের নতুন চালু করা এই টুলটির নাম দিয়েছে ‘চেকস’। কন্টেন্ট আপ করার প্রাক্কালে যে কেউ তাদের ডেস্কটপে ইউটিউবে ভিডিও আপ করার প্রসেসিং এ গেলেই এই অপশনটি খুঁজে পাবেন। এরফলে নিজের চ্যানেলটি যেমন নিরাপদ থাকবে, তেমনই অনেকটা আগে থেকেই নিশ্চিত হওয়া যাবে কন্টেন্টটি দিয়ে অর্থ আয়ের।

এক বিবৃতিতে ইউটিউব জানিয়েছে, এই প্রক্রিয়াটি সম্পূর্ণ হতে সাধারণত ৩ মিনিটের মতো সময় লাগবে। আর মনেটাইজেশনে সময় লাগবে আরও একটু বেশি।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর