...
Monday, March 31, 2025

যথাযথ মর্যাদায় রাঙামাটিতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত।

চাকুরির খবর

রাঙামাটি প্রতিনিধি: সারা দেশের ন্যায় পার্বত্য জেলা রাঙামাটিতেও যথাযথ মর্যাদায় পালিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস।

বুধবার সকালে রাঙামাটি জেলা আওয়ামীলীগের উদ্যোগে শহরের পুরাতন বাস স্টেশন এলাকাস্থ জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটি ২৯৯ নং আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি। এ সময় রাঙামাটি জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

পরে একে একে জেলা প্রশাসন, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সংবাদকর্মীরা সহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পন করেন। 

অপরদিকে একই দিন সকাল ১০ টায় রাঙামাটি জেলা প্রশাসনের আয়োজনে শহীদ আব্দুল আলী মঞ্চে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতিয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি, রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলার পুলিশ সুপার মীর মোদ্দাছ্ছের হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার ছুফিউল্লাহ, বীর মুক্তিযোদ্ধা সহ আরো অনেকে।

আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মদিন উপলক্ষে কেকে কাটেন সংসদ সদস্য দীপংকর তালুকদার। পরে নাচ, গান, আবৃত্তি-সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন সহ পুরষ্কার বিতরনীর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর

Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.