22 C
Dhaka
Saturday, November 23, 2024

মুজিব জন্মশতবার্ষিকীর প্রথম প্রহরে ‘ফানুস’ উড়িয়ে উদযাপন ছাত্রলীগের

চাকুরির খবর

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রথম প্রহরে ‘এক শ’ ফানুস উড়িয়ে উদযাপন করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। শতবর্ষের সঙ্গে মিল রেখে এই এক শ ফানুস উড়ানো হয়েছে। 

মঙ্গলবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এই ফানুস উড়ানো হয়।

এতে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম হোসেন, মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ ও কেন্দ্রীয় সংসদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এছাড়াও মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে সারা দেশে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, ধানমন্ডি-৩২ নম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ কর্মসূচি পালন করবে সংগঠনটি।

একই সঙ্গে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, মুজিব শতবর্ষ উপলক্ষে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে দুই সপ্তাহব্যাপী সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করেছে ছাত্রলীগের মাতৃভূমি সাংস্কৃতিক সংসদ। 

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর