ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়ার জন্মদিন ১৪ মার্চ। এ দিনটিতে নানা আয়োজনে নিজেকে ব্যস্ত রাখেন তিনি। অনেক শুভানুধ্যায়ীর সাথে দেখা করে কথা বলে এবং মজার খাবার খেয়ে তার দিনটি কাটে।
তিনি টেলিভিশন বিজ্ঞাপনে কাজের মাধ্যমে মিডিয়া জগতে প্রবেশ করেন। এরপর ২০১৩ সালে তিনি ‘অল টাইম দৌড়ের উপর’ নাটকে অভিনয়ের মাধ্যমে ছোটপর্দায় আত্মপ্রকাশ করেন। তাঁর অভিনীত নাটক ‘শিকার’ ও ‘একটা গোপন গল্প’ আরটিভি স্টার অ্যাওয়ার্ড থেকে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে মনোনীত হয়েছিল।
তাঁকে একটি চলচ্চিত্রে অভিনয় করতেও দেখা গেছে। ২০১৮ সালে ‘দেবী’ চলচ্চিত্র দিয়ে তার চলচ্চিত্রে অভিষেক ঘটে, যে কাজের জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে ‘বাচসাস পুরস্কার’ এবং শ্রেষ্ঠ নবীন অভিনয়শিল্পী বিভাগে ‘মেরিল-প্রথম আলো পুরস্কার’ অর্জন করেন।
ছোটপর্দায় তাঁর উল্লেখযোগ্য কয়েকটি নাটক, ফ্যামিলি ক্রাইসিস, অচেনা প্রেম, সুর্বণতিথী, প্রজাপতি মন, জীবনের দিন রাত, রুপার জামদানি, চোখের নাম রেইনকোট, অনুভবে, নিয়তি, প্রস্থান, আনারকলি, গর্ভধারিনী, রানওয়ে, চাকরিটা আমি পেয়ে গেছি, কালো সাদা, খঞ্জনপুর, নাকফুল, ভালোবাসা তারপর সহ ইত্যাদি।
তিনি ইস্টার্ন ইউনিভার্সিটি থেকে ইংরেজি বিষয়ে স্নাতক সম্পন্ন করেন। তার পৈতৃক নিবাস চাঁদপুর জেলায়। তার পিতা পেশায় একজন ডাক্তার এবং মাতা গৃহিনী।
ফারিয়া ২০১৮ সালে এশিয়াটিক জে ডব্লিউটি’র ব্র্যান্ড ম্যানেজার হারুনুর রশীদ অপুর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। পরবর্তীতে ২০২০ সালের ২৭ নভেম্বর তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে।