এসেছিলো গুরুচাঁদ রূপে ধরামাঝে
শিবাবতার ভগবান,
তাইতো মতুয়ারা হয়েছে আজ
জ্ঞানী-গুনী বিদ্বান।
আমরা ছিলাম অবহেলিত জাতি
বঞ্চিত সব অধিকার,
গুরুচাঁদ ধরে এ জাতির হাল
ঘুচাল সে অন্ধকার।
শিক্ষা-দীক্ষায় ছিল না অধিকার
মানা পূজা পার্বণে,
দিল জাতিরে আনি সেই শিক্ষায়
সবার শ্রেষ্ঠ সম্মানে।
গুরুচাঁদের কৃপাতে আজ
সব বাধা হল পার,
প্রতি ঘরে ঘরে প্রফেসর ডাক্তার
জজ ব্যারিস্টার ইঞ্জিয়ার।
প্রতিষ্ঠাতা হাজারো প্রতিষ্ঠানের
আমাদের গুরুচাঁদ,
এ জাতির বিদ্যা শিক্ষা সে তো
গুরুচাঁদের আর্শীবাদ।।
লেখক: শায়ন বালা