25 C
Dhaka
Saturday, January 18, 2025

ঘুমন্ত সুপার ভাইজারকে পিটিয়ে হত্যার অভিযোগ

চাকুরির খবর

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর-রায়পুর মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ইকোনো বাসের ভেতরে সুপার ভাইজার রিয়াদ হোসেন লিটনকে (৩০) কে ঘুমন্ত অবস্থায় পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। শনিবার (০৯ এপ্রিল) ভোররাতে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় গাড়ীর চালক মো: নাহিদকে আটক করলেও এখনো পর্যন্ত হত্যার কারন জানাতে পারেনি পুলিশ। নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। লিটন সদর উপজেলার মান্দারী ইউনিয়নের মোহাম্মদনগর গ্রামের দুদু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস ইকোনো (ঢাকা মেট্টো-ব ১৫-০১০৩) শুক্রবার রাত ১০ টার দিকে লক্ষ্মীপুর আসে।

পরে যাত্রীদের বাস স্ট্যান্ডে নামীয়ে দিয়ে গাড়িটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে রাস্তার পাশে এসে দাঁড়ায়। গাড়ীতে নতুন একজন হেলপার, সুপার ভাইজার লিটন, পুরাতন স্টাফ শিপন ও চালক নাহিদ ছিল বলে জানায় পুলিশ।

এসময় চালক ও পুরাতন স্টাফ তাদের নতুন হেলপার এবং সুপার ভাইজারকে রেখে বাসায় ফিরে। এসময় সুপার ভাইজার ও নতুন হেলপার গাড়ীতে ঘুমিয়ে পড়েন।

পরে রাত ৪ টার দিকে চালক এসে গাড়ীর ভেতরে সুপার ভাইজার লিটনের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে। এ সময় চালক স্থানীয় লাইনম্যান সেলিমকে খবর দিলে পুলিশকে ঘটনাটি অবহিত করা হয়।

পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে। এ ঘটনার পর থেকে নতুন হেলপার পলাতক রয়েছে। তার পরিচয় জানাতে পারেনি কেউ। পুলিশ গাড়ীর চালক নাহিদকে আটক করে থানা হেফাজতে নেন। চালক নাহিদ রামগতি উপজেলার চররমিজ ইউনিয়নের বাসিন্দা শাহরিয়ারের ছেলে।

লক্ষ্মীপুর সদর থানার ওসি মো. জসীম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ইকোনো গাড়ীর ভেতর থেকে একজনের মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যাকান্ড। আমরা গাড়ীর চালককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছি। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে ।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর