...
Tuesday, December 31, 2024

৫ সংকটে আওয়ামী লীগ

বিডিনিউজ ডেস্ক

চাকুরির খবর

টানা এক যুগের বেশি সময় ধরে ক্ষমতায় রয়েছে আওয়ামী লীগ। এত দীর্ঘ সময় আওয়ামী লীগ কখনো ক্ষমতায় থাকেনি। ক্ষমতায় একটি স্বস্তিদায়ক অবস্থার মধ্যেই রয়েছে।

কোন রাজনৈতিক চাপ নেই, বিরোধী দল নেই বললেই চলে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনপ্রিয়তাও নিরঙ্কুশ। কিন্তু এরকম পরিস্থিতিতেও আওয়ামী লীগের মধ্যে বিভিন্ন রকম সংকট ক্রমশ ঘনীভূত হচ্ছে।

আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতা বলছেন যে, ক্ষমতায় থেকেও তারা নেই। একটি রাজনৈতিক দল ক্ষমতায় থাকলে যে প্রভাব কর্তৃত্ব থাকে সেটি আওয়ামী লীগের নেই।

বরং আওয়ামী লীগের অনেক নেতাই এখন সরকারের কাছে সুবিচার পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন। আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে জানা গেছে যে, আওয়ামী লীগ এখন ৫ টি সংকটের মধ্যে রয়েছে এর মধ্যে রয়েছে,

১. প্রশাসনের সঙ্গে দূরত্ব: শুধু কেন্দ্রীয় প্রশাসন নয় তৃণমূল পর্যন্ত প্রশাসনের সঙ্গে আওয়ামী লীগের দূরত্ব সুস্পষ্ট হয়েছে। বিশেষ করে মাঠ পর্যায়ে প্রশাসনের সাথে জনপ্রতিনিধিদের দূরত্ব এবং প্রায়ই সেখানে প্রকাশ্য বিরোধ তৈরি হচ্ছে।

বিভিন্ন জেলায়, উপজেলায় জনপ্রতিনিধিদের সাথে স্থানীয় প্রশাসনের সংঘাতের খবর গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে। প্রশাসন যেন আওয়ামী লীগের প্রধান প্রতিপক্ষ এরকম মনে করছেন অনেক তৃণমূলের আওয়ামী লীগ নেতা।

এটি আওয়ামী লীগের জন্য একটি বড় সংকটের কারণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

২. সরকারে ভূমিকাহীন: একটি সরকার কি করছে বা কি ধরনের কার্যক্রম গ্রহণ করবে এ ব্যাপারে অন্ধকারে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আওয়ামী লীগের অনেক নেতাই জানেন না তাদেরকে কোন পথে যেতে হবে, কি করতে হবে।

সাম্প্রতিক সময়ে রোজিনা ইস্যুতেই দেখা যায় যে, আওয়ামী লীগের অনেক শীর্ষ নেতা বিচলিত হয়েছিলেন। তারা জানতেন না যে তাদের অবস্থান কোন দিকে হবে, রোজিনার পক্ষে হবে, না রোজিনার বিপক্ষে হবে।

এ নিয়ে তারা এক রকম বিভ্রান্ত ছিলেন। পরে যখন সরকার জামিন দিল তখন তারা এই বিষয়টি নিয়ে একটা মধ্যবর্তী অবস্থান গ্রহণ করলেন।

শুধু রোজিনা ইস্যু নয়, অনেকে ইস্যুতেই সরকার কি করতে চাইছে এটি সম্পর্কে আওয়ামী লীগের নেতারা অন্ধকারে। ফলে তারা যে ক্ষমতাসীন দল হিসেবে কোন পক্ষে বা বিপক্ষে অবস্থান নেবেন এই নিয়ে তারা এক রকম বিভ্রান্তিতে ভুগছে।

৩. কোন্দল: আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দল এখন অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি। আগে আওয়ামী লীগের মূল সমস্যা ছিল কেন্দ্রীয় কোন্দল। কিন্তু এখন কোন্দল ছড়িয়ে পড়েছে গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায়।

আর এ কারণে আওয়ামী লীগের নেতৃবৃন্দ এই কোন্দল সামাল দিতেই ব্যস্ত। তারা মনে করছেন যে, বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিদের সঙ্গে তৃণমূল এবং হাইব্রিডদের সঙ্গে ত্যাগী পরীক্ষিতদের দ্বন্দ্ব ক্রমশ প্রকাশ্য রূপ ধারণ করছে। আর এই প্রকাশ্য কোন্দল আওয়ামী লীগের জন্য মাঠ পর্যায়ে বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। 

৪. চেইন অফ কমান্ড নষ্ট: আওয়ামী লীগের মধ্যে গত এক বছর ধরে চেইন অব কমান্ড নষ্ট হয়ে গেছে। আওয়ামী লীগের মাঠ পর্যায়ের নেতারা ফ্রিস্টাইলে কথাবার্তা বলছেনভ কেন্দ্রীয় নেতাদের সমালোচনা করতেও দ্বিধা বোধ করছেন না।

এর ফলে দলের যে নেতৃত্বে শৃঙ্খলা এবং শ্রদ্ধাবোধ সেটি নষ্ট হয়ে গেছে। আর নেতাদের এই ফ্রিষ্টাইল কথাবার্তার কারণে অনেক নেতাই বিব্রত। সিনিয়ররা হাত-পা গুটিয়ে বসে আছেন।

রাজনৈতিক কোনো কর্মসূচি বা ইস্যুতে তাদেরকে সরব দেখা যাচ্ছে না। এটি আওয়ামী লীগের জন্য একটি বড় ধরনের উদ্বেগের কারণ বলে বিশ্লেষকরা মনে করছেন।

৫. দিবসভিত্তিক কর্মসূচি: এক আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে সবসময় কর্মসূচি মুখর থাকতো। বিভিন্ন সময় নানা রকম কর্মসূচি দিয়ে নেতাকর্মীদের চাঙ্গা রাখা হতো। কিন্তু এখন দলটির মধ্যে কর্মসূচি নেই বললেই চলে।

বিভিন্ন দিবস উপলক্ষে কর্মসূচি নিয়েই দলটি ব্যস্ত রয়েছে। অবশ্য আওয়ামী লীগের নেতারা বলছেন যে, করোনার কারণে রাজনৈতিক কর্মসূচি সীমিত হয়েছে। এজন্যই দিবসভিত্তিক সীমিত আকারে কর্মসূচির মধ্যে তারা ব্যস্ত রয়েছেন।

এই পরিস্থিতির উন্নতি হলেই আবার আওয়ামী লীগ কর্মসূচির মধ্যে যাবে। কিন্তু যাই হোক না কেন আওয়ামী লীগের যে সংকট সেই সংকটগুলো ক্রমশ দানা বেঁধে উঠছে এবং এই সংকটগুলো মোকাবেলায় এখনই জরুরি পদক্ষেপ দরকার বলে মনে করছেন বিশ্লেষকরা।

বাংলা ইনসাইডার

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর

Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.