25 C
Dhaka
Saturday, January 18, 2025

৪ বার প্রধানমন্ত্রী হয়ে পৃথিবীর ইতিহাসে এক বিরল নজির স্থাপন করেছেন: এনামুল হক শামীম

চাকুরির খবর

বিডিনিউজ ডেস্ক: পানিসম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম বলেছেন, মানুষের জীবনকে বয়সের সীমারেখা দিয়ে পরিমাপ করা যায় না। দীর্ঘজীবন মানুষের বড়ত্বকে প্রকাশ করে না।

কিন্তু কর্মের ফল এবং গুণাগুণ বিদ্যমান থাকবে পৃথিবী মানুষের জীবনকে বয়সের সীমারেখা দিয়ে পরিমাপ করা যায় না। কিন্তু নিজ কর্মের মাধ্যমে মানুষ বেঁচে থাকে অনন্তকাল। কর্মের দ্বারাই মানুষের মনে স্থায়ীভাবে জায়গা করে নেওয়া যায়। তাই সৃসৃষ্টিশীল কাজ মানুষকে মৃত্যুর পরেও বাঁচিয়ে রাখে।

শুক্রবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় “শুভজন” নামক একটি সংগঠনের উদ্যোগে শুভজন পদক প্রদান ২০২০-২১, গুণীজন সম্মাননা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

এনামুল হক শামীম আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর কর্মের মাধ্যমে আজীবন বেঁচে থাকবেন। কারণ, তাঁর জন্ম না হলে বাংলাদেশ হতো না।

বঙ্গবন্ধু সপরিবারে নিহত হওয়ার তাঁর কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে এসে আওয়ামী লীগকে তিলে তিলে গড়ে তোলেন। তিনি ৪ বার প্রধানমন্ত্রী হয়ে পৃথিবীর ইতিহাসে এক বিরল নজির স্থাপন করেছেন।

তিনি বাংলাদেশকে বিশ্বে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। তাই তাদেরকে অনুসরণ করতে হবে। তাদেরকে অনুসরণ করে কাজ করলেই দেশ এগিয়ে যাবে।

এসময়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার প্রফেসর, অধ্যাপক ড. আতিউর রহমান, পুলিশের ডিআইজি (এঅ্যান্ডএফ) একেএম শহিদুর রহমান, বাংলাদেশ কম্পিউটার সমিতি এবং শুভজন উপদেষ্টা শাহিদ উল মুনীর প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সংগীতশিল্পী সৈয়দ আব্দুল হাদী ও কথা সাহিত্যিক সেলিনা হোসেন সহ ১০জনকে গুণীজন সম্মাননা প্রদান করা হয়।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর