লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার দেবীপুর এলাকায় অবৈধ ভাবে করাত কলের কার্যক্রম পরিচালনা করার খবর পেয়ে ভ্রাম্যমান আদালত মঙ্গলবার দুপুরে অভিযান চালায়।
এসময় প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রাসেল ইকবাল ৩ করাত কলের মালিকদের ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা আদায় করে।
এসময় উপজেলা বন কর্মকর্তা চন্দন ভৌমিক এসময় উপস্থিত ছিলেন।
উপজেলা বন কর্মকর্তা চন্দন ভৌমিক সাংবাদিকদের জানান, করাতকল (লাইসেন্স) বিধিমালা, ২০১২ মোতাবেক ৩ করাতকল মালিককে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে পৃথক মামলায় ১০,০০০ টাকা করে সর্বমোট ৩০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করে।