লক্ষ্মীপুর প্রতিনিধি: আগামী (১১-১৪ ডিসেম্বর) লক্ষ্মীপুর জেলায় মোট ২ লাখ ৯৮ হাজার ২৯৭ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
এর মধ্যে (৬-১১) মাস বয়সী ৩৩৩৪০ জন শিশুকে নীল রঙের এবং (১২-৫৯) মাস বয়সী ২ লাখ ৬৪ হাজার ৯৫৭ জন শিশু কে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে জেলার ৫ টি উপজেলায় ও লক্ষ্মীপুর পৌরসভার ১৯৪ টি ওয়ার্ডে ১৪৮১ টি কেন্দ্রে, ৩৫৯৩ জন স্বাস্থ্য কর্মী ও ২৯৫১ জন সেচ্ছাসেবক এই কার্যক্রমে অংশ নিবে।
০৮ ডিসেম্বর (বুধবার) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ে সাংবাদিকদের নিয়ে অবহিতকরণ কর্মশালায় এই তথ্য জানানো হয়।
জেলা সিভিল সার্জন ডা: আবদুল গফফারের সভাপতিত্বে কর্মশালায় আরও বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার বিশ^নাথ মজুমদার, মেডিকেল অফিসার ডা: নাহিদ রায়হান প্রমুখ।
ডা: আবদুল গফফার আরও বলেন, ভিটামিন এ দেহের স্বাভাবিক বৃদ্ধিতে সহায়তা করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শিশু মৃত্যুর ঝুঁকি কমায়।
এই ক্যাম্পেইনে সফল ও সার্থক করতে সাংবাদিকসহ সকলের সহযোগীতা কামনা করেন।
এসময় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রক্সি মিডিয়ার প্রায় ৪০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।