25 C
Dhaka
Sunday, February 23, 2025

২২ যাত্রীকে নিয়ে নেপালের তারা এয়ারের যে বিমানটি বিধ্বস্ত, অবস্থান শনাক্ত

চাকুরির খবর

অনলাইন ডেস্ক: এখন পর্যন্ত উদ্ধারকারী দলটি সেখান থেকে ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকিদের সন্ধানে তল্লাশি চলছে। খবর কাঠমান্ডু পোস্টের।

নেপালের সেনাবাহিনী জানিয়েছে, নিখোঁজ হওয়ার প্রায় ২০ ঘণ্টা পরে উত্তর-পশ্চিম অঞ্চলের মুস্তাং জেলায় প্লেনটির ধ্বংসাবশেষ পাওয়া গেলো।

দেশটির সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল নারায়ণ সিলওয়াল সোমবার (৩০ মে) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে প্লেনটির ধ্বংসাবশেষের ছবি শেয়ার করেছেন।

প্লেনটি পোখারা থেকে জমসমের উদ্দেশে যাত্রা করেছিল। তারা এয়ারের কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সময় রোববার সকাল ৯টা ৫৫ মিনিটে পোখারা থেকে প্লেনটির সঙ্গে সব সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

২২ যাত্রীকে নিয়ে নেপালের তারা এয়ারের যে বিমানটি বিধ্বস্ত হয়েছে, সেটির অবস্থান শনাক্ত করা হয়েছে পাইলটের মোবাইল ফোনের জিপিএস লোকেশন ব্যবহার করে।

প্লেনটিতে ১৩ জন নেপালি, চারজন ভারতীয় ও দুজন জার্মান নাগরিক ছিলেন। রোববার (২৯ মে) দেশটির বিমানবন্দর কর্তৃপক্ষের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যমের খবরে এই তথ্য জানানো হয়েছে।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর