মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার ঘোষণা করেন প্যারিস জলবায়ু চুক্তির নতুন প্রতিশ্রুতির অংশ হিসাবে ২০৩০ সালের মধ্যে আমেরিকা গ্রিনহাউস গ্যাস নির্গমনকে অর্ধেকের হ্রাস করার লক্ষ্য নিয়েছে। বাইডেন প্রশাসন আশা করছে, নতুন এই লক্ষ্য নির্ধারণের মাধ্যমে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কার্বন নিঃসরণকারী অন্যান্য বড় দেশগুলোও তাদের লক্ষ্যমাত্রা বাড়িয়ে নেবে।
সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন কার্বন নিঃসরণ কমানোর বৈশ্বিক উদ্যোগ থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নিয়েছিলেন। ক্ষমতায় এলে আবারও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিশ্ব নেতৃত্বে ফেরার প্রতিশ্রুতি দিয়েছিলেন বাইডেন। এলক্ষ্যে জলবায়ু বিষয়ক দু’দিনের ভার্চুয়াল সম্মেলনে ২০০৫ সালে যে পরিমাণ কার্বন নিঃসরণ হতো ২০৩০ সালের মধ্যে তার ৫০ থেকে ৫২ শতাংশ কমিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার সকালে হোয়াইট হাউজে প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ‘‘জলবায়ু পরিবর্তনের সবচেয়ে খারাপ পরিণতি এড়াতে এই দশকেই আমাদের সিদ্ধান্ত নিতে হবে।’’
হোয়াইট হাউস থেকে দেওয়া মন্তব্যে বাইডেন বলেন, “এই পদক্ষেপ আমেরিকাকে ২০৫০ সালের মধ্যে শূন্য নির্গমন অর্থনীতির পথে নিয়ে যাবে। তবে সত্য কথাটি হ’ল আমেরিকা বিশ্বের নির্গমনের ৫০ শতাংশেরও কম প্রতিনিধিত্ব করে। কোন জাতিই একাই এই সঙ্কট সমাধান করতে পারে না, কারণ আমি জানি আপনারা প্রত্যেকেই বিষয়টি পুরোপুরি বুঝতে পেরেছেন’’।
এই ডেমোক্রেট নেতার দাবি, কার্বন নিঃসরণ কমিয়ে আনার পরিকল্পনা বাস্তবায়ন করা গেলে যুক্তরাষ্ট্রে কয়েক লাখ কাজের সুযোগ তৈরি হবে।তবে রিপাবলিকানরা বলছেন, এই পরিকল্পনায় যুক্তরাষ্ট্রের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে।
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বাইডেনের এই সিদ্ধান্তকে ‘গেম চেঞ্জিং’ বলে উল্লেখ করেছেন ।