21 C
Dhaka
Friday, February 28, 2025

১৭ বছর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করা হয়ছে শিক্ষা ব্যবস্থাকে: রিজভী

চাকুরির খবর

সবক্ষেত্রেই শুধু বাপজানের নাম, আর ভাই-বোনের নাম। আর কোন শিক্ষা নেই, ইতিহাস নেই। এভাবে জোর করে এক ভয়ংকর ফ্যাসিবাদী দুঃশাসনের রাষ্ট্র কায়েম করেছিলো শেখ হাসিনা। সব শিক্ষা প্রতিষ্ঠান তার আত্মীয়- স্বজনের নামে, সব ইতিহাস তার নামে করেছেন তিনি।

এসময় রিজভী আরও বলেন, শেখ হাসিনা দুর্নীতিতে চ্যাম্পিয়ন ছিলেন। তিনি এবং তার দলীয় নেতাকর্মীদের কারণে আজ বিপাকে পড়েছে তার ভাগনি। লন্ডনে দুর্নীতি রপ্তানি করে ডুবিয়ে দিয়েছেন ভাগনিকে। শেখ হাসিনা ভালো কোনো শিক্ষা প্রতিষ্ঠানের চিন্তা করেনি। মেগা প্রজেক্ট দেখিয়ে মেগা দুর্নীতি করেছেন তিনি। এভাবেই পাচার করেছেন আঠাস লক্ষ কোটি টাকা।  

বর্তমান সরকার প্রসঙ্গে রিজভী বলেন, সংস্কার করুন ভালো কথা। সবজি ছাড়া অন্য সব কিছুর দাম নাগালের বাইরে। শুধুমাত্র চালের দাম নিয়ন্ত্রণ না করতে পারায় শেখ মুজিবের পতন হয়েছিলো। প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করুন। পুলিশ প্রশাসনের বেশি সংস্কার প্রয়োজন। এখনো দেশে আওয়ামী লীগের প্রেতাত্মা ঘাপটি মেরে আছে। কাজেই সংস্কারে বিলম্ব হলে তারা মাথাচারা দিয়ে উঠবে বলে মন্তব্য করেন তিনি।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, গেলো ১৭ বছর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করা হয়ছে শিক্ষা ব্যবস্থাকে। শিক্ষা মানুষকে নৈতিকভাবে উন্নত করে, মানুষের চরিত্রকে অত্যন্ত শক্তিশালী করে, কিন্তু শেখ হাসিনা সেটাকে ধ্বংস করে শুধু প্রশ্নপত্র ফাঁস করেছে। প্রশ্নপত্র ফাঁসের প্রতিযোগিতা করেছেন তিনি। তার আমলে কোন শিক্ষা ব্যবস্থা ছিলো না। 

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর