26 C
Dhaka
Saturday, January 18, 2025

১১ দিনের লম্বা সফরে দিনাজপুরে হুইপ ইকবালুর রহিম।

চাকুরির খবর

দিনাজপুর প্রতিনিধিঃ জাতীয় সংসদের মাননীয় হুইপ ও দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য ইকবালুর রহিম (এমপি) ঈদ উদযাপন ও সরকারি-বেসরকারী সহ বিভিন্ন কর্মসূচীতে অংশগ্রহন করতে ১১ দিনের লম্বা সফরে যাচ্ছেন নিজ সংসদীয় এলাকা দিনাজপুর। 

শনিবার (৮মে) তাঁর একান্ত সচিব মোররাজি দেশায় বর্মন বিষয়টি বিডিনিউজ গ্লোবাল কে নিশ্চিত করেছেন এবং সচিবের সাক্ষরিত একটি সফরসূচি প্রকাশ করা হয়েছে।

প্রকাশিত ঐ সফর সুচি অনুসারে, আগামী ৯ মে থেকে ১৯ মে পর্যন্ত মাননীয় হুইপ ইকবালুর রহিম (এমপি) দিনাজপুর জেলা সফর করবেন। 

উক্ত সফরসুচির ১ম দিন, শনিবার (৮মে) সকাল ৯.৩০ মিঃ সংসদ ভবনের বাংলো থেকে সড়ক পথে ঢাকা হতে দিনাজপুরের উদ্দেশ্যে যাত্রা করে আনুমানিক বিকাল ৫ টায় নিজ বাসভবন দিনাজপুর নাজমা রহিম ফাউন্ডেশনে উপস্থিতি ও রাত্রি যাপন। 

সফরের ২য় দিন, সোমবার (১০ মে) থেকে ১০ম দিন মঙ্গলবার (১৮ মে) পর্যন্ত সরকারি- বেসরকারি ও দলিও বিভিন্ন কর্মসুচিতে অংশগ্রহণ সহ নিজ এলাকার জনসাধারণের সাথে ঈদের কুশলাদি বিনিময় করবেন। 

এবং সফরের সর্বশেয দিন-বুধবার (১৯ মে) সকাল ৯.৩০ টায় নিজ বাসভবন নাজমা রহিম ফাউন্ডেশন, দিনাজপুর থেকে ঢাকার উদ্দেশ্য যাত্রা করে আনুমানিক বিকাল ৫ টায় জাতীয় সংসদ ভবনের বাংলোতে উপস্থিতির মাধ্যমে ১১ দিনের সরকারি সফরটির সমাপ্তি করবেন বলে সফরসুচিতে উল্লেখ করা হয়েছে।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর