26 C
Dhaka
Saturday, January 18, 2025

হেফাজতের হামলার প্রতিবাদে রাঙামাটি প্রেসক্লাবের মানববন্ধন

চাকুরির খবর

রাঙামাটি প্রতিনিধিঃ ব্রাক্ষণবাড়িয়া ও নারায়নগঞ্জ প্রেসক্লাবে অগ্নিসংযোগ ও সাংবাদিকদের উপর হামলা এবং সুর সম্রাট আলাউদ্দিন খাঁ একাডেমিতে আগুন দেয়া সহ দেশের বিভিন্ন স্থানে হেফাজত ইসলামের তান্ডবের প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন করেছে স্থানীয় গনমাধ্যমকর্মীরা।

বুধবার সকালে রাঙামাটি প্রেসক্লাবের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সুশীল প্রসাদ চাকমার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নন্দন দেবনাথ ও সহ সম্পাদক শান্তিময় চাকমা।

এসময় রাঙামাটি প্রেসক্লাবের অন্যান্য সদস্য সহ জেলার কর্মরত সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, যারা স্বাধীনতা বিরোধী ও যারা স্বাধীনতার স্বপক্ষে নয় তারাই এমন কর্মকান্ড ঘটিয়েছে বলে মন্তব্য করে বক্তারা মানববন্ধন থেকে হামলা কারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিও জানান।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর