18 C
Dhaka
Tuesday, January 7, 2025

হট লুকে নন্দিনী

বিডিনিউজ ডেস্ক

চাকুরির খবর

কলকাতার শোবিজে একজন ভালো অভিনেত্রী হিসেবে নন্দিনী চট্টোপাধ্যায়ের বেশ সুখ্যাতি রয়েছে। একাধারে তিনি টেলিভিশন এবং চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী।

সাম্প্রতিক সময়ে তিনি টেলিভিশন সিরিয়াল ‘অপরাজিতা অপু’তে ‘ভিলেন আন্টি ২’ এর ভূমিকায় রোজই টিভির পর্দায় হাজির হচ্ছেন। পরনে থাকে গর্জিয়াস ট্রাডিশনাল শাড়ি, গলায় ভারী গয়না, সিঁথিতে সিঁদুর, কপালে টিপ, চোখে কাজল, আর মাথার খোঁপায় গোলাপ বাঁধা।

‘ভিলেন আন্টি-২’কে এভাবেই দেখতে অভ্যস্ত টেলিপর্দার দর্শক। ওপার বাংলার মতো আমাদের দেশেও নন্দিনী চট্টোপাধ্যায়ের বিশাল পরিচিতি রয়েছে।

এই অভিনেত্রী এবার নিজের চিরায়ত রূপ থেকে বেরিয়ে এসে একেবারেই ‘হট’ লুকে ধরা দিয়েছেন। সম্প্রতি, নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে লাল অফ শোল্ডার পোশাক পড়ে হট লুকে ধরা দিয়েছেন এই অভিনেত্রী।

আর ছবির ক্যাপশানে লেখা, শয়তান আমার কানে কানে বলল, তুমি ঝড়কে বাধা দেওয়ার মতো শক্তিশালী নও। আজ আমি শয়তানের কানে ফিসফিস করে বললাম, আমি ঝড়।

‘অপরাজিতা অপু’ ধারাবাহিকের গল্পে দেখা যায়, নাটকের নায়িকা অপুকে কোনওভাবেই বাড়ির বউ হিসাবে মেনে নিতে পারেননি ‘ভিলেন আন্টি ২’।

আর সেকারণে তিনি সবসময় তার দিদি অবলার কান ভাঙাতে থাকেন। তার কুটকাচালি আর যৌথ পরিবারের গল্প নিয়েই এগোচ্ছে কলকাতার টেলিভিশনের এই বাংলা ধারাবাহিকটি।

তিনি ভিলেন আন্টির ভূমিকায় চরিত্রানুগ অসাধারণ অভিনয় করে টেলি দর্শকদের চক্ষুশূল হয়ে উঠেছেন। বাস্তবে নন্দিনী চট্টোপাধ্যায় কিন্তু এক্কেবারেই তেমন নন। সম্পূর্ণই আলাদা এক মানুষ তিনি।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর