21 C
Dhaka
Friday, November 22, 2024

সৌদি ফুটবল দলের সদস্যদের বিলাসবহুল রোলস-রয়েস গাড়ি উপহার!

চাকুরির খবর

অনলাইন ডেস্ক: শোনা যাচ্ছিল, আর্জেন্টিনার বিপক্ষে ঐতিহাসিক জয়ের পুরস্কার হিসেবে সৌদি আরবের জাতীয় ফুটবল দলের সদস্যদের বিলাসবহুল রোলস-রয়েস গাড়ি উপহার দেবেন সৌদি রাজ পরিবার।

কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা-সৌদি আরব ম্যাচের কথা মনে আছে তো? যেখানে ২-১ গোলে আর্জেন্টিনাকে হারিয়ে জয়ের মুকুট ছিনিয়ে এনেছিল সৌদি ফুটবল দল।

কিন্তু সৌদির রাজপরিবারের কাছ থেকে এমন কোনো পুরস্কার দেশটির জাতীয় ফুটবল দলের সদস্যরা পাচ্ছেন না। সৌদি আরবের জাতীয় ফুটবল দলের কোচ হার্ভে রেনার্ড এ কথা বলেছেন। নিউইয়র্ক পোস্ট ও ডেইলি এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

কাতারে অবস্থানরত সৌদি কোচ হার্ভে রেনার্ডের কাছে এই খবরের সত্যতা সম্পর্কে জানতে চেয়েছিলেন সাংবাদিকেরা। জবাবে তিনি বলেন, এ কথা সত্য নয়। এখন কিছু পাওয়ার সময় নয়।

গত ২২ নভেম্বর কাতারের আইকনিক লুসাইল স্টেডিয়ামে বিশ্বকাপ ফুটবলে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল সৌদি আরব ও আর্জেন্টিনা।

সেখানে আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়ে ইতিহাস গড়ে সৌদি আরব। সৌদির কাছে লিওনেল মেসিদের এই পরাজয়কে অনেকে বিশ্বকাপ ফুটবলের ইতিহাসের অন্যতম বড় অঘটন হিসেবে অভিহিত করেন।

এই জয়কে উদযাপনে মেতে ওঠে গোতা সৌদিবাসী। ২৩ নভেম্বর সৌদি আরবে ছুটি ঘোষণা করা হয়। সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমান এই ছুটির প্রস্তাব দিলে তা অনুমোদন দেন বাদশাহ সালমান।

সেখানেই গুঞ্জন ওঠে, যুবরাজ মোহাম্মদ বিন সালমান জাতীয় ফুটবল দলের সদস্যদের যুক্তরাজ্যের বিশ্বখ্যাত রোলস-রয়েস ব্র্যান্ডের গাড়ি উপহার দেবেন। কিন্তু এখন বিষয়টির খোলাসা করলেন সৌদি কোচ। বললেন, ‘এই কথা সত্য নয়।’

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর