বিডিনিউজ ডেস্ক: দেশা দ্য লিডারখ্যাত দর্শকনন্দিত নির্মাতা সৈকত নাসির। তিনি চলচ্চিত্রে ম্যাজিকম্যান নামেও সবার কাছে সুপরিচিত। কয়েক বছর ধরেই তিনি নির্মাণ করছেন বিগ বাজেটের বেশ কিছু চলচ্চিত্র।
সুখবর হচ্ছে, করোনার ধাক্কা কাটিয়ে মুক্তির অপেক্ষায় রয়েছে তাঁর নির্মিত তিনটি চলচ্চিত্র ও একটি ওয়েব সিরিজ- তালাশ, বর্ডার, ক্যাসিনো এবং নেটওয়ার্ক। যেগুলো নতুন বছরের ফেব্রুয়ারি থেকে মার্চ ও ঈদের মাঝামাঝি সময় মুক্তি পাবে।
হাতে রয়েছে বিগ বাজেটের ‘মাসুদ রানা’সহ বেশ কয়েকটি ওয়েব ফিল্ম। নির্মাতা সৈকত নাসির বলেন, ‘ভালোবাসা দিবসে ‘তালাশ’, মার্চে ‘বর্ডার’ ও ঈদ বা ঈদের মাঝামাঝি সময় প্রেক্ষাগৃহে ‘ক্যাসিনো’ মুক্তি পাবে।
এ সপ্তাহের মধ্যেই এগুলো সেন্সরে যাবে। অন্যদিকে মার্চে আই থিয়েটারে অবমুক্ত হবে ‘নেটওয়ার্ক’। আর ‘মাসুদ রানা’র বাকি শুটিং জানুয়ারির শেষে করে ২০২২ সালের শেষে প্রেক্ষাগৃহে মুক্তি দেব।
এপ্রিলে শুটিং করব ‘ক্যাশ’র এবং জাজের সিনেমা ‘রারুদ’, ওয়েবফিল্ম ‘গুড গার্ল ব্যাড বয়’, ‘হ্যাশট্যাগ’ ও ‘হেডলাইন’র শুটিংয়ের পরিকল্পনা চলছে। সবকটি নিয়ে আমি আশাবাদী।
ভিন্ন স্বাদের গল্প বলার চেষ্টা করেছি। একটা থেকে আরেকটা আলাদা। এখন হল চাঙা, তাই একে একে সব মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।’