16 C
Dhaka
Sunday, January 19, 2025

সিরিজ বোমা হামলার প্রতিবাদে রাঙামাটিতে ছাত্রলীগের কালো পতাকা প্রদর্শন

রাঙামাটি প্রতিনিধি | ১৮ই আগস্ট, ২০২১ খ্রিস্টাব্দ, বুধবার, ৩রা ভাদ্র, ১৪২৮ বঙ্গাব্দ , শরৎকাল, ১০ই মহর্‌রম, ১৪৪৩ হিজরি

চাকুরির খবর

২০০৫ সালের ১৭ আগস্ট বিএনপি জামাতের যোগসাজশে জঙ্গি সন্ত্রাসী গোষ্ঠী জেএমবি কতৃক দেশের ৬৩ টি জেলার ৫ শতাধিক স্থানে ঘৃণ্য ও নারকীয়  সিরিজ বোমা হামলার প্রতিবাদে রাঙামাটিতে কালো পতাকা প্রদর্শন কর্মসূচি পালন করেছে ছাত্রলীগ কর্মীরা।

মঙ্গলবার সকালে বাংলাদেশ ছাত্রলীগ রাঙামাটি জেলা শাখার আয়োজনে শহরের পুরাতন বাস স্টেশনস্থ জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে ছাত্রলীগের কর্মীরা কালো পতাকা হাতে ঘন্টা ব্যাপী একর্মসূচি পালন করে।

উক্ত কর্মসূচিতে রাঙামাটি জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজনের সভাপতিত্বে ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমার সঞ্চালনায় ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় সভাপতির বক্তব্যে আব্দুল জব্বার সুজন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ জঙ্গিবাদ মুক্ত হয়েছে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে ধ্বংস করতেই বিএনপি-জামায়াত জোট সরকারের প্রত্যক্ষ মদদে এই হামলা চালানো হয়েছিল।

‘১৯৭৫ সালের ১৫ আগস্ট যারা জাতির পিতা বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করেছিল তাদের দোসর বিএনপি-জামায়াত বাংলাদেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে বারবার মাথা চাড়া দিচ্ছে।

তাদের প্রতিহত করতে দেশের সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে। হামলাকারী পলাতক জঙ্গীদের ও এই হামলায় মদদ প্রদানকারীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাচ্ছি।

ছাত্রলীগের সাধারণ সম্পাদক  প্রকাশ চাকমা বলেন, ‘বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলেই বাংলাদেশে জঙ্গিদের উত্থান ঘটে। তারাই জঙ্গিদের লালন-পালন করে আসছে।

২০০৫ সালে দেশের ৬৩ জেলা ৫০০ টি পয়েন্টে বোমা হামলা চালিয়েছিল নিষিদ্ধ জঙ্গী সংগঠন জেএমবি। ধিক্কার জানাই সেই জেএমবির মদদদাতা বিএনপি জোট সরকারের প্রতি।

তিনি আরো বলেন, বর্তমানে পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সংগঠনগুলোর তথা অবৈধ অস্ত্রধারীদের কর্মকান্ড জঙ্গিবাদের মতই। তাদের বিরুদ্ধেও সকল নেতাকর্মীকে  সজাগ থাকতে হবে।

জঙ্গিবাদ কঠোর ভূমিকা পালন করছে আওয়ামী লীগ সরকার। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার হাত ধরেই এগিয়ে যাবে বাংলাদেশ।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর